দেখেছো কি? ✒️✒️ মৌসুমী মিত্র *****
দেখেছো কি?
মৌসুমী মিত্র
*****************
রাত্রি,
সে কি শুধু আঁধারেরই গান গায় ?
কখনো কি দেখেনি ভোরের সূর্যোদয়?
সূর্যের মুখোমুখি দাঁড়ায় কায়ার স্নিগ্ধ মায়া ,
প্রখর তেজঃ নতজানু হয় যার পায়ে পরম মমতায়।
সে তো আর কেউ নয়,
সূর্যের ছায়া।।
গান,
সে তো গায়কের সাধনায় ,
রসিকজনের হৃদয়রতন হয় দু’জন দু’জনার।।
ঈশ্বর,
মন্থন দন্ড মানবিক চেতনার।
ভক্ত আর ভগবান মিলেমিশে
স্বর্গ করে রচনা।।
রাত্রি গান গায় ছায়া ছায়া পথ ধরে —–
ঈশ্বরকে বুকে ধরে কেউ মানুষকে দূরে ঠেলে
কেউ ঈশ্বরের বুকের’পরে স্বর্গ রচনা করে ।।
((ছবি সৌজন্যে:—– অনিকেত মিত্র))