কে আপন কে পর #মৌসুমী

কে আপন কে পর
#মৌসুমী
এই শহরেই তুমি আমি,
নবীন থেকে প্রবীণ হবো
খুব চেনার মধ্যে ভীষন
অচেনা হয়েই থেকে যাবো।।
এই শহরেই রঙের খেলা
পুজোর আলো,বসন্ত মেলা
ছুটির প্রতি মুহুর্ত
তুমি আমি খুব কাছে থেকে ও
বড্ড অচেনা।।
এই শহরের ভীষন ট্রাফিক
চৈত্র সেল আর ব্যস্ত শহর
গড়িয়াহাটের ক্রসিং এ আমি
হঠাৎ সামনে আসা সাদা গাড়ির
কালো কাঁচের তুমি তখন
আপন হয়েও পরই তখন।।।
ব্যস্ত শহর,আলোর শহর
তোমার শহর, আমার শহর
এই শহরেই তুমি আমি
আপন হয়েও পরই ভীষন।।
তুমিও জানো আমিও জানি
আর জানে এই ভোরের শহর
পর হয়েও তোমার আমার
ভোরের সূর্য ভীষন আপন।।।
তাই তো দিনের শুরুতে
তুমিও জানো আমিও জানি
আরশি কে রোজ প্রশ্ন করি
কে তোমার ভীষন আপন আর
কে যে আমার বড্ড পর।।
#মৌসুমী