ছুঁয়ে থাকি *** অতসী চক্রবর্তী ঠাকুর
ছুঁয়ে থাকি
অতসী চক্রবর্তী ঠাকুর
এখন তোমায় রোজই দেখি
গোলাপি এক বলয়
তোমায় ঘিরে নেয়…
সকাল হলে ঘিরে নেয়…
সন্ধ্যা হলে ঘিরে নেয়…
তাতে জলের শব্দ আছে
ঢেউয়ের শব্দ আছে
একাকিত্বের শব্দ আছে
জনপদ ছুঁয়ে থাকা সাজানো জীবন
স্বপ্নের বাসনায় বয়ে চলে…
তোমার নামের নাকি জটিল অর্থ
পৌছানো যায় না অতদূর
আমি তো দিব্যি পৌঁছে যাই
চলার সুখে রোদ মাখি…
বাইতে গিয়ে যে ডাল ভেঙে যায়
স্বপ্নে কি তাকে পাওয়া যায়?
তবুও সাগরের মন নিয়ে খোলা জানলায়
মাঠের শেষে আগুন রেখে কাটাই বিকেল
হাওয়া দেয়…
খোলা দরজায় হাওয়াই একমাত্র বিনিময়
ছুঁয়ে থাকার…