বালুরঘাট থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস চালুর দাবি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কাছে

Exif_JPEG_420

২৭শে ডিসেম্বর, বালুরঘাটঃ হাওড়া এনজেপি বন্দে ভারত ট্রেন ৩০শে ডিসেম্বর থেকে চালুর ঘোষণার পরে বালুরঘাট থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস চালুর দাবি জানালো একলাখী বালুরঘাট রেল উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতি। এই মর্মে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কাছে দাবি পত্র পেশ করলেন সংস্থার চেয়ারম্যান স্মৃতিশ্বর রায়, পাশাপাশি একি দাবিতে সরব হলো জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর টুরা হিলি করিডর কমিটির সদস্যরা। এলাকার বাসিন্দা থেকে বাংলাদেশ থেকে আগত মানুষদের কথা চিন্তা করে উভয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই এলাকা দীর্ঘ দিন থেকে বঞ্চিত, সেই ভাবে দ্রুতগতি কোন যোগাযোগ ব্যাবস্থা গড়ে ওঠেনি। তাই হাওড়া এনজেপি বন্দে ভারত চালু হলে হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেসকে বালুরঘাট হাওড়া রুটে চালানোর দাবি করছে একলাখী বালুরঘাট রেল উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতি ও জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর টুরা হিলি করিডর কমিটির সদস্যরা।

ইতিমধ্যে এই দাবি পত্র পেশ করা হয়েছে এনএফ রেলওয়ে ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কাছে। একলাখী বালুরঘাট রেল উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতির চেয়ারম্যান স্মৃতিশ্বর রায় আমাদের জানান গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি ছিলো বালুরঘাট হাওড়া রুটে শতাব্দী এক্সপ্রেস চালু করা হবে, তাই বর্তমানে হাওড়া এনজেপি রুটে বন্দেভারত এক্সপ্রেস চালু হতে চলেছে ৩০শে ডিসেম্বর, তাই এবার সেই রুটে চলাচলকারী শতাব্দী এক্সপ্রেস বালুরঘাট রুটে পরিবর্তন করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *