কবিতার নাম : বৃন্তি ওপাড়ায় থাকে ✒️✒️ মালা মুখোপাধ্যায়
## বৃন্তি -১
কবিতার নাম : বৃন্তি ওপাড়ায় থাকে
মালা মুখোপাধ্যায়
বৃন্তি ওপাড়ায় থাকে —–
মাঝে মাঝে এপাড়ায় আসে হাতে একটা কখনও একটি ফুল বা গাছ থেকে ছিঁড়ে আনা পাতা,কোমরে সবুজ শাড়ি গাছ কোমরে বেঁধে
এক্কা দোক্কা ভঙ্গিতে এলোমেলো পায়ে নূপুরের শব্দে পাড়া জানিয়ে দু’বিনুনি দুলিয়ে ঘুরে ঘুরে বেড়ায় —
ওর সব মুখস্থ কার বাড়িতে কখন রান্না হয়ে গেলে ডাক দেয় তারা,”ও বৃন্তি একটু আয় না।”
আহা ! সেই ডাকে কে না সাড়া দেবে?
ভালোবাসার ডাক,ভালোবেসে ডাকলে ফিরিয়ে দেওয়া কি অত সহজ?
বৃন্তিও সেই ডাককে আঁচলের খুঁটে রোজ বেঁধে বেঁধে রাখে ,জমায়, একদিন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে দেবে ,আর তার থেকে সুদ নিয়ে বৃন্তি মাঝ উঠোনে বসে পা ছড়িয়ে আরাম করে বাঁচতে শিখবে অথবা বাড়ির সামনে বড় পুকুরে শাড়ির আঁচল ফুলিয়ে খুব সাবধানে সাঁতার কাটবে, চারপাশে তার মাছ আর সাপেরাও যোগ দেবে,বৃন্তি তখন আকাশের দিকে তাকিয়ে মরা ভাসা সাঁতার কাটবে, নূপুরের ছন্দ কি তখনও সর্গের অপ্সরার মতো বেজে চলবে একটানা ——-?
মালা মুখোপাধ্যায়
অনেক সুন্দর হয়েছে।