শিরোনাম–চাওয়া-পাওয়া কলমে–মল্লিকা চ্যাটার্জী রায়
শিরোনাম–চাওয়া-পাওয়া
কলমে–মল্লিকা চ্যাটার্জী রায়
তুমি কেন আমায় ততটা ভালোবাসলে না,যেমন গাছেরা বাসে বৃষ্টিকে।
কেমন তুমুল বিদ্রোহ করে তাকে পাওয়ার জন্য।এলোমেলো এলোপাথারি আস্ফালনে সব তছনছ করে দেয়,নিজেরাও শেষ হয়ে যায় কখনও কখনও, শুধু বৃষ্টিকে পাওয়ার জন্য ।
যখন বৃষ্টি আসে কেমন মাথা নামিয়ে বাধ্য হয়ে থাকে।কতো তৃষ্ণার কত প্রশান্তি তখন তার শরীর জুড়ে।প্রাপ্তিটুকুকে শেষ পর্যন্ত চুঁইয়ে চুঁইয়ে গ্রহণ করে।
সেই প্রাপ্তি তার অভন্তরে বয়ে যায়।একদম শেষ পর্যন্ত।তার স্বত্বায়। তার জীবনী শক্তি রূপে বয়ে যায় সেই প্রাপ্তি।
আমার তোমাকে তেমনি করে চাই।
তোমার সেই তুমুল চাওয়া হতে চাই।
আমি তোমার সেই প্রাপ্তি হতে চাই।
বাহ্যিক প্রচারে নয়।তোমার অভ্যন্তরীণ একান্ত গোপন হতে চাই।
আমার সব অভিমান,অভিযোগ,ভুল বোঝাগুলো নাহয় বাধ্য প্রেমিকের মত সহ্য ই করলে!