জলকেলি ✒️✒️ গীতশ্রী সিনহা
জলকেলি
গীতশ্রী সিনহা
সেই কবে থেকে রোঁয়া ওঠা পথে পথে রোদে ভিজছি…
স্যাঁতসেঁতে মফস্বলি মানুষের কাছে আবেদন করি…
তারা জীবন দেখে নি ! প্রস্তাবে সপাটে চড় কষায় !
পরকীয়ায় মাতবো তোদের সাথে, নিয়ম বেঁধে শব্দ কি যায় মাপা !
ইচ্ছে করে সভ্যতার আবাস একটা গড়ি, নাম রাখি তার, ‘ সাংস্কৃতিক পরকীয়া কেন্দ্র ‘।
পুরুষ শব্দ – নারী শব্দ একই নদীতে পা ভিজিয়ে শব্দ খেলা করুক। এরা চরিত্র চুরি করা মানুষ নয়…
ভাবতে ভাবতে সময়ের বয়স বেড়ে চলে… ইচ্ছেদেরও…
কতো মিস কল ফিরে গেল সঙ্ঘ সভ্যতার ঘর থেকে…
অপেক্ষা শুধুই সাদা পৃষ্ঠা আর কলম !
পটভূমিতে দৃশ্য বলে চলেছে — এ-কোনো বিপ্লব নয়…! এটা একটা বিশ্বস্ত বিশ্বাসের করাঘাত… একটা খিদের নাম ! পরিযায়ী পায়ে রক্তের বলিরেখা …
তোমরা বলো টাকা ছাড়া পুরুষ বিধবা !
আমি বলি, শব্দ ছাড়া শতাব্দী অন্ধকার, এঁটোকাটা সময়ের চন্ডাল জীবন…
সারা পৃথিবী আজ স্টুডিও সাজিয়ে বসেছে প্রদর্শনীর ভিড়ে, বেকার প্রদর্শনী মুখ বই-এর পাতাজুড়ে… সাহিত্য সেখানে খেলনা, চুপসে যাওয়া গ্যাসবেলুন… হাস্যকৌতুক ভরা চৌরাস্তার মোড়।
ফেলে দেওয়া শব্দের মাঝে কিছু শব্দ আজও দীর্ঘশ্বাস চুষে চলে।
শব্দ আর স্বপ্ন ঠোঁটে ঠোঁট ঘেষে চোখের জল চেটে খায়।
দমকা হাওয়ায় উড়তে দিও না তাদের… ওরা গর্ভের সন্তান, জায়গা করে নিচ্ছে সায়াহ্নে ভূমিষ্ঠ হতে চায়।
ক্যাপসুল গেলার মতো আটকে যায় না যেন কন্ঠনালীতে… !!!