রাত জাগা সন্ন্যাসী❤️❤️❤️ কলমে ঃ শাশ্বতী রায়।
রাত জাগা সন্ন্যাসী❤️❤️❤️
কলমে ঃ শাশ্বতী রায়।
সারা রাত জাগা সন্ন্যাসীর মত
শিশির স্নাত প্রভাতটা শুদ্ধ পরিচ্ছন্নতার–
আলোতে আলোকিত শান্ত স্নিগ্ধতা নিয়ে মনোরম দৃশ্য;
যেন বঁধুর মুখের মধুর হাসিতে ভরা ঊজ্জ্বলতা নিয়ে ফুটে উঠেছে।
কিন্তু কোথায় বঁধু? বঁধু রইলো পরবাসে
আমি রইলাম বঁধুর আশে।
হলো না তার সনে না বলা কথা –
যা রয়েছে হৃদয় অন্তরালে,
শীত বারে বারে স্মরণ করায় –
বঁধুর রাগে হৃদয় ভরায়;
ক্ষণে ক্ষণে দোলা লাগায়।
বঁধু আছে যেথায় সুখে থাকুক, সে ভালো থাকুক
বিশাখা হোক, আর চন্দ্রাবলী হোক!!!
যেথায় থাকুক, যত রঙ মাখুক-
মোর কামনা সদাই বঁধু মোর ভলোই থাকুক!!!!!
আজ টান পোড়নে চলছে জীবনের অস্তিত্ব
ছেয়ে গেছে হৃদয় যন্ত্রনায়।!!
অনন্তকালের নিমগ্নতায় ডুবছে হৃদয়,
আজ আমি নির্বিকার—
অনুভুতি গুলো স্পর্শকাতর ছায়াপথ ফেলে যায়।
স্মৃতি গুলো মাথা চাড়া দিয়ে জাগে
জীবনের শেষ বেলাতে,
বঁধুর মুখের হাসি দোলায় পার্থিব ও অপার্থিবের মাঝে।
বঁধুর মুখে দেখেছিলাম পরমাত্মার আলোক দ্যূতি
আয় রে বঁধু মোরা একাত্ম হয়ে পরমাত্মায় মিশি।