খন্ড স্বপ্ন ✒️✒️ গীতশ্রী সিনহা
খন্ড স্বপ্ন
গীতশ্রী সিনহা
অসুখ সময়ে সিন্দুকের তালা আটকে যায়… তল্লাশি চলে চাবির…
খন্ড স্বপ্ন আঙুলের ডগায় ঝাঁঝালো বিশ্লেষণের ছটফটানির প্রশ্ন ছুঁড়ে দেয়…
স্বপ্নের সাথে ডেট ফিক্সড করেও জ্যোৎস্নাকে লন্ডভন্ড হতে দেখি…
অট্টালিকার বৈঠকখানায় ছেঁড়াফাটা বস্তিজীবন লুকোচুরি খেলে…
উপেক্ষিত ভ্রুণের কপাল ভাঁজ চিহ্ন নিয়ে ভূমিষ্ঠ হয়।
পাঁচ মিশালি জীবন জাগে কম…ঘুমায় বেশি
ভ্রুণ অবস্থা থেকে দেশলাই জ্বালাতে শিখিনি !
মোমবাতি মিছিলে পা রাখবো কি উঁচিয়ে !
শৌখিন নিষ্ঠাবান আলোর নিচে অন্ধকারের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব !
প্রশ্ন জাগে, বুদ্ধিজীবী কাদের বলে ?
তারা কি সমাজ-সংস্কারে মেতে থাকা বেহিসেবী খেলায় আপৎকালীন বন্ধুত্ব রাখে ?
নাকি ! কলমের দাপটে বিলিয়ে দেয় নিঃস্বার্থ শেষটুকু !
লিখে রাখে পোড়া দাগ আত্মার কুচো টুকরোদের খাবি খাওয়া ফুসফুসের গল্প…
সর্পদংশনও বেকারত্বের গায়ে নুনের ছিটের মোলায়েম প্রলেপ…
মনে করিয়ে দেয় পাউরুটির গায়ে বাটারের গন্ধ…
একি তির্যক দৃষ্টি কেন !
শেষ সর্বনাশের কাছে হাঁটু গেড়ে বসে দয়া ভিক্ষা চাই-ই…
মেপে মেপে আস্কারা নয়… প্রাপ্য দাও -ও…
শুধু প্রাপ্য চাই… একটু আগুন জ্বালাতে চাই… সেই তাপে মুমূর্ষু সময়ের গায়ে মুছে যাক রক্তের বলিরেখা …