সময়ের মুখোমুখি কলমে : ডাঃ উজ্জ্বল বিশ্বাস

সময়ের মুখোমুখি
কলমে : ডাঃ উজ্জ্বল বিশ্বাস
মানব সভ্যতা আজ এক দুরহ সময়ের যাত্রী,
সাম্রাজ্যবাদী, সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী,
আর উগ্রপন্থীদের করাল গ্রাসে
চূর্ণ বিচূর্ণ এই পৃথিবী।
মানবতা সেখানে—
এক অসহায় শিশু,
নিস্পলক চোখে চেয়ে থাকা শুধু।
যারা পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ,
জীবনের আনন্দে ভেসে যায়—
ভ্রমণপিপাসু তারা,
তাদের শরীর পড়ে থাকে নিষ্প্রাণ,
হিংস্র হাতের নখে জমে থাকা রক্তে।
এরা হিংস্র, এদের রক্তের নেশা—
দাঁত-নখে আঁচড়ে যায় বিশ্ব মানচিত্র,
দেশ, কাল, সীমানা পেরিয়ে
দানবেরা হাঁটে—
জলে, স্থলে, মহাকাশে,
এমনকি ভূস্বর্গ কাশ্মীরেও।
এসেছে সময়—
জাগো, জাগো সকল দেশ,
রুখে দাঁড়াও সমস্ত মানবপ্রাণ!
সাম্রাজ্যবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ—
এই ত্রিমুখী বিষ
সমূলে করো নিঃশেষ!