[] রোদ জলের সংসার [] – রঞ্জিত চৌবে।

[] রোদ জলের সংসার []

– রঞ্জিত চৌবে।

তোমাকে ছুঁলেই আমার সব কেমন যেন গুলিয়ে যায়…..

তোমার কড়ে আঙুল ছুঁলে চোখের সামনে ভেসে ওঠে আদিগন্ত সবুজ ধানক্ষেত..
শিরশিরে ঠান্ডা হাওয়া বয়ে যায় সমস্ত শরীরে
অনামিকায় বনকলমীর নীলাভ ফুল ..
আমার মন জুড়ে স্বাধীনতার রঙিন ফানুস
তোমার সমুন্নত চুচুক আর তাকে ঘিরে যে পেলব মালভূমি-
পামীরের চেয়েও সুন্দর… সে আমার অন্তরাল…
গভীর গিরিখাতের আদিম হাতছানি আমার কাব্য সেতারের তার হয়ে যায়
তোমার নিতম্বে গভীর সাগরের দোলা
পা ছুঁয়ে বেরিয়ে গেছে যে রাস্তা আমি সে রাস্তার বাউল ফকির

তোমাকে ছুঁলে বসন্ত তার বিস্তার ঘটায়
জ্যোৎস্নায় ডুবে যাওয়া চৈত্র নিশি বেহাগের শব্দ তরঙ্গে ভাসে
জীবনের আদিকল্প হঠাৎ করে অনাদি হয়ে যায়
হাওয়ায় উড়তে থাকা আঁচল কত শিল্পীর কল্পনা
তোমার পায়ের ছাপে রক্তকমলের রেখা
তোমার অগোছালো কুন্তল আমার কবিতা

তোমাকে ছুঁয়ে আমি ফিরে পাই আমার হারানো স্বজন
তোমার হাতের স্পর্শে বাবার আশ্বাস, বুকে ‘মা’
তোমার শাড়ির খুঁটে দিদির অভিমান
চোখের তারায় বড় বৌদির শাসন
তুমি মানেই আমার বুকভরা আত্মীয়স্বজন

তোমাকে ছুঁলে আমার পাগলামি বেড়ে যায়
আমার কল্পনার আকাশ বাড়তে বাড়তে সারা পৃথিবী ছেয়ে যায়।
আমার বুক ভারী হয়..
তোমার মিটিমিটি হাসি আমার দীর্ঘশ্বাস
আর প্রতিটি দীর্ঘশ্বাসের অন্তে তুমি দাঁড়িয়ে থাকো

তুমি আমার দীর্ঘ কবিতা…….আমার রোদ জলের সংসার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *