নীলা সুনীলের আজন্ম প্রেম -ডিএস সুজিত মজুমদার

Pinky tied.hands images

নীলা সুনীলের আজন্ম প্রেম
-ডিএস সুজিত মজুমদার

সুনীলের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের কণায় কণায়
ভালোবাসার মানুষটিই ছিল,
প্রতিনিয়ত অপমানিত হতে হতো বিভিন্ন মহলে
কানাঘুষা করতেই থাকতো কিছু মানুষ
সমাজ সংসারের প্রচণ্ড চাপ সত্ত্বেও
ওরা একে অপরকে ছাড়া বাঁচতো না।
নীলা ওকে না দেখার বেদনায় জর্জড়িত ছিল
সুনীল দেখার জন্য ছটফট করতো।
সুনীলের হৃদমন্দিরের একমাত্র দেবী ছিলো যে নীলা।

সময়ের বিবর্তন হয়েছিল বটে,
সুনীল হা-হুতাশ করে জেরবার হতো
প্রতিনিয়ত হাসফাস করতো অস্থিরতায়,
তার স্বকীয়তার মৃত্যু হচ্ছিলো একটু একটু করে
ভালোবাসার ক্ষেত্রে সে ছিল আবেগতাড়িত
মস্তিষ্কের স্নায়ুকোষ দ্বারা
সে কখনও পরিচালিত হতে পারেনি,
তার বড্ড দোষ ছিলো বৈশিষ্ট্যে
এই যে, তার আবেগে খাদ ছিলো না এক রতিও
যে খাদ আজকালকার ভালোবাসায় অলংকার।

একদিন ভীষণ কষ্টে হৃদয়ে রক্তক্ষরণ হলো
সুনীলের মনে হলো,
নীলা আর তার গান ভালোবেসে শুনতে চায় না,
একসময়ের একমাত্র প্রিয় কন্ঠে গাওয়া সুর
আজকাল নীলার আর ভালো লাগে না,
অথচ গান শোনার জন্য সর্বদা পাগলীনি ছিল!
সুনীলের একদিন মনে হলো,
নীলা তার অতি আবেগে বিরক্ত যেন
কেন না সুনীল অত্যন্ত স্পর্শকাতর মনের ছিল
হয়তো নীলা আবেগের মূল্য
বোঝার অবস্থায়ও ছিল না।

একদিন নীলাই বলেছিল,
“সোনা তুমি তোমার মতোই থেকো আজীবন”।
একদিন এও বলে উঠলো, তার সাদা রক্ত অসহ্য
অথচ আগে বলতো “তেমার সাদা রক্তই বোঝায়
আমাকে তুমি কতোটা ভালোবাসো”!
সময়ের বিবর্তন কি এটাই!!!
এটাই কি বদলে যাওয়া!!!

সুনীল প্রতিক্ষণে যাই করতো
পাশাপাশি সর্বদা নীলাই ছিল তার স্নায়ুতে।
নিদ্রাহীনতা, ক্ষুধামন্দা, অবহেলা আর
প্রিয়তমার প্রজ্বলিত ভালোবাসা বিয়োগান্তক দুঃশ্চিন্তায়
সে জীবন্ত লাশে পরিণত হয়ে গিয়েছিল।

একদিন নীলাকে দেখতে
সে তার বাসার কাছেই রাস্তায় দাঁড়িয়েছিল
ফোনে কথা বলতে বলতে
তারা দেখছিল জানালা দিয়ে
ঘন্টাখানেক যাবৎ কথা বলছিল।
দু’জন দু’জনাকে দূর হতে দেখে
চক্ষুদ্বয় চক চক করে উঠেছিল উভয়েরই,
কথা বলতে বলতে ওরা একটু একটু করে
দূরে সরে যাচ্ছিল দু’জন দু’জনের দৃষ্টি সীমার আড়ালে
বুকটা খাঁ খাঁ মরুভূমির ন্যায় শুকিয়ে যাচ্ছিল,
যখন ওরা আর দু’জন দু’জনকে দেখতে পেলো না
হঠাৎ সুনীলের কড়া লিকারের চা পানের ইচ্ছে হয়েছিল
একটি চা দোকানে গিয়ে বসে চা দিতে বলেছিল,
চা এলে প্রথম চুমুক দিয়েছিল ফোনে কথা চলছিলই।

অতঃপর
ফোনে কথা বলতে বলতেই
সুনীল অসুস্থ হয়ে পড়ছিল পথিমধ্যে
অনেক মানুষ জমে গিয়েছিল
মানুষজন বলাবলি করছিল “ভাই আপনার
কি কেউ আছে এই নগরে”।

1 thought on “নীলা সুনীলের আজন্ম প্রেম -ডিএস সুজিত মজুমদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *