সম্পাদকীয় ****** গীতশ্রী সিনহা।

সম্পাদকীয়
বিপন্ন আত্মার চিৎকার
——————————–
নিরাপত্তা বেপরোয়া অস্বস্তিকর !
সদর দরজা খুলতেই মানুষের ইচ্ছেগুলো লাশ ঘরে লাট খাওয়া প্রিয়জনের শরীরের গন্ধের মতো ! অগণিত মানুষের রুজিরোজগার বন্ধ, বিপন্ন শিক্ষাব্যবস্থা ভুতুড়ে ঘন্টার হাহাকার। প্রযুক্তির দৌলতে পৃথিবীর যেকোনো প্রান্তের খবর মুঠোর মধ্যে আজ।
শব্দ স্তব্ধ, ভোঁতা কলমের আঁচড়, ধিক্কার আর ছিঃ ছাড়া ভাষা নেই! নির্বাক-ধূসর দুনিয়া। জ্যান্ত সভ্যতায় চুঁইয়ে পড়ছে অসভ্য নেশা। ভয়ংকর এক পরিস্থিতির শিকার এই সময়, দখলদারি চলছে নারী শরীরের উপর – সভ্যতা ভুলতে বসেছে ! একজন নারী তোমাদের মা, বোন, স্ত্রী এবং কোলের শিশুকন্যাটি। বর্বরোচিত নির্যাতনে নারী সমাজ আজ লাঞ্চিত অসুস্থ। এদিকে প্রশাসন গ্রেফতার করলেও তদন্তে ঢিলে…আলগোছে ফাঁক রেখে দেয়… প্রমাণ লুপ্ত !!!! প্রতিদিন আসে… মুছে যায় গতকাল… কোটি কোটি মামলার কাছে ফিকে হয় বর্তমান। বলতে শুনি, ” অসুখেও তো মরতে পারতো! এ আর এমনকি! নিদেনপক্ষে ধর্ষিতার সাথে একটা সেল্ফিও তো তোলা যেতো “! বেশ তামাশা তাই না ?
ধর্ষিত হচ্ছে সমাজ, সংসার, মানবিক বোধ, সামাজিক উন্নয়ন। ধর্ষিত হচ্ছে হাজার স্বপ্ন। লজ্জিত হচ্ছি আমরা এরকম দেশের নাগরিক হিসেবে। নষ্ট সময়কে নিয়ে চলছে লোফালুফি খেলা ! কতিপয় মানুষ আজ বিপন্ন-বিস্ময়ের সামনা-সামনি দাঁড়িয়ে। নিষ্ঠুরতায় নষ্ট মানুষের তান্ডব মিছিল – ভোগ – বিলাস – কাম লালসায় ডুবতে চলেছে সময়। চরম ক্ষুধার শিকারের দখল দুনিয়াদারি। বিচারের দরজা বন্ধ মুখোশের প্রহসনে… খবরের কাগজে গালভরা গল্প, যেন অনাহারে মহাভোজ। সভ্যতার বলিষ্ঠ শরীর আর্তচিৎকারে হাহাকার।
আজ যেন কাজের কথায় ফিরতেই পাচ্ছি না, কিছু তো বলতেই হবে। দেখতে দেখতে দীর্ঘ একটা পথ অতিবাহিত করে চলেছি আমার প্রিয় কলম শিল্পী বন্ধুদের হাত ধরে। মন্তব্যের অপেক্ষায় থাকলাম।
শুভেচ্ছা শুভকামনা সতত সকল পাঠক সমাজের জন্য। প্রতিটি সংখ্যা একটি নিজস্বতায় নিমগ্ন থাকুক আশাকরি। প্রাসঙ্গিক প্রসঙ্গ থাকুক। নতুনভাবে নতুন নতুন লেখার মাধ্যমে কবিদের নাম সংযোজন হোক। শব্দেরা উচ্চস্বরে মগ্ন থাকুক আমাদের কলমে !
আগামীর অপেক্ষায় থাকলাম আমরা সবাই।
গীতশ্রী সিনহা।

3 thoughts on “সম্পাদকীয় ****** গীতশ্রী সিনহা।

  1. সময়ের সঠিক পর্যালোচনা। বড্ড বন্ধা এ সময়। স্বার্থপরতার চুড়ান্ত ক্ষনে আজ সভ্যতার অবস্থান। মানবিক হৃদয় বিচলিত আজ।

  2. বর্তমান সমাজকে খুব সুন্দর করে কলমে তুলে ধরেছেন, জানিনা এতো অন্ধকার কি ভাবে কাটবে..প্রীতি ও শুভেচ্ছা জানবেন।

  3. বর্তমান সময়ের প্রেক্ষিতে খুবই সুন্দর ও গ্রহনযোগ্য লেখা, আমার শুভেচ্ছা ও প্রীতি নেবেন, দিনাজপুর ডেইলির আরও শ্রীবৃদ্ধির আশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *