” নববর্ষের নবচৈতন্য” **** কলমে – রাই প্রিয়া

” নববর্ষের নবচৈতন্য”
কলমে – রাই প্রিয়া
শেষ হলো একটি অধ্যায় ।
যেখানে লুকানো ছিল কান্নার রেখা, ভাঙা প্রতিশ্রুতি, নীরব ব্যথার দাগ।
চৈত্রের শুষ্কতা ছুঁড়ে ফেলে বৈশাখের বৈভব রথে – নতুন দিগন্তে ছড়ায় প্রতিজ্ঞার পূণ্য আলো,,
উৎসবের মুখোশ ছেড়ে অন্তরদর্শনের শিখরে ওঠো হে মানব,,
জীর্ণতাকে করে পরাজয় অন্তরাত্মার প্রজ্জ্বলনে প্রতিটি শ্বাসে জাগুক চৈতন্য ।
নববর্ষ নয় কেবল ক্যালেন্ডারের ওল্টানো পাতা, বা হিসেবের হালখাতা,
নতুন স্বপ্নেরা ডাকে নিঃশব্দ আকুলতায়,
তারা বলে –
ভুলে যাও সে সব গোধূলি ক্লান্তি,
এসো,, আলোকময় এক সূচনায় শুরু করি জীবনগাঁথা,,,
আবার ভালোবাসো, আবার বিশ্বাস করো,
আবার নিজেকে তুলে দাও উন্মুক্ত আকাশে,
নতুন সম্ভাবনার অক্ষরে লিখে যাই প্রতিটি শব্দে –
প্রেম, ক্ষমা, আর আত্মার উজ্জ্বল প্রার্থনা ।।