সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা

সম্পাদকীয়
আমাদের ভবিষ্যৎ বিমর্ষ !
শব্দ ও স্বপ্ন ভেঙে গেলে যেমন শৃঙ্খলের মতো দুর্লভ স্বরাজ ঘটে… তখন সভ্যতার আঙুল দীর্ঘায়ুর আংটিবদলের সাক্ষী খোঁজে ! প্রতিনিয়ত বিশ্বাস খুন হয়ে চলেছে ! ষড়যন্ত্রকারী বাতাসে বিশুদ্ধ শ্বাস নিতে ভয় হয়… কেননা আমাদের অতীত ছিলো অথচ ভবিষ্যৎ বলে কিছু নেই ! জীবনের বাসন্তী উৎসবেও আশ্বিনের জ্যোৎস্না গর্ভবতী হয়ে ওঠে চাঁদের সীমাহীন যন্ত্রণায় ! সূর্য ঘুমিয়ে গেলে ধুলোবালির অভিযোগে ভরে যায় পরমপিতার সাদা পাঞ্জাবী । ঠিক তখনই, আদিবাসী কান্নার মতো ঢুকরে ওঠে প্রজন্মের বীজ ! তারা আর্তনাদ করে বলে, আমাদের ভবিষ্যৎ বিমর্ষ… অলৌকিক অভিমানের কালচে অজুহাতে হারিয়ে যাচ্ছে পুতুলের শহর ! তোমরা তখন উচ্চস্বরে মগ্ন কথায় ! অভাবের শরীর ছিঁড়ে রক্ত শুষে খাচ্ছো খোঁড়া শকুনের দল ! করুণার বড়শীতে ওঠে নিদারুণ সুখ ! রোদের পাশঘেঁষে আকাশ সাঁতরে আসে অন্তর্দহনের রক্তমাখা বোবা মিছিল ! ইকড়ি মিকড়ি মন্ত্র উচ্চারণ করতে করতে ভেসে যাচ্ছে সংসার সেলুলোজ — ভেসে যায় ছায়ানদীর নির্মল শয্যা !
তবে কী সত্যিই আমাদের ভবিষ্যৎ বলে আর কিছু থাকলো না ?
মনে হয় আজই সেই সংক্রান্তিকাল… প্রচন্ড আলোড়ন ! সব সূক্ষ্মতর মানবিক বোধ আজ দিশাহীন – পথভ্রষ্ট ! ছিঃ কী লজ্জা আমাদের, সবটাই যেন আলোর বিপ্রতীপে অবস্থান !
আজ আর কালের মধ্যে ফারাক বেড়েই চলেছে… অভয়া কান্ড-ও যখন অভয় দিতে পারে নি কুচক্রীদের গায়ে সুগন্ধির পসরায় হাজারো গল্পের প্লট যেন সাজানো ক্যালেন্ডার !

ফিরে আসি সাহিত্যের কিছু কথায় ! আজ সাহিত্যের কঠিন-কঠোর সময়কাল! কলম সাথীদের কাছে আহ্বান জানাচ্ছি !
প্রতিটি সংখ্যায় সংযোজন হচ্ছে নতুন নতুন ধারাবাহিক উপন্যাস। একটা ওয়েবসাইট ম্যাগাজিনের পক্ষে সত্যিই দৃষ্টান্তমূলক!
শ্রদ্ধা জ্ঞাপন করি সকল পাঠক ও কলমের প্রতি।
গীতশ্রী সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *