রাষ্ট্র চলুক রাষ্ট্রমতে ✍️সুশান্ত পাড়ুই

রাষ্ট্র চলুক রাষ্ট্রমতে
✍️সুশান্ত পাড়ুই

গেরুয়া বেশ পৈতে দেখে
শির কি তোমার নত হয়!
আসলে, করছে কলুষ ধর্ম এরা
সবাই কিন্তু সাধু নয়।

সাধুর মতো দেখতে হলেই
করিসনে ভুল কক্ষনো
সীতা হরণ করেছিলো
সাধুর বেশে রাবণও।

দাড়ি টুপির ছদ্মবেশে
ভাবছো ফকির মুসলমান!
লাদেন কিন্তু তেমনি ছিলো
আসলে এক সে শয়তান।

কেউ ভালো আজ মুসলমানের
হিন্দু ঘরেও উঠছে ঢেউ
আসল কথা পুতুল নাচের
নাড়ছে সুতো একলা কেউ।

পুরুত ইমাম কবির লড়াই
খেলছে যারা এক মাঠে
চিনে রাখো নইলে বিপদ
উঠবে মানুষ ক্রুশকাঠে।

ব্যবসায়ীদের ধর্ম-হাটে
আমরা কেবল একটা ভোট
আফিম খেয়ে ঘুমিয়ে সবাই
লুটছে ওরা হরিল্লোট।

রাজনীতি আর ধর্ম নিয়ে
পড়িসনে আর ভ্রান্তিতে
রাষ্ট্র চলুক রাষ্ট্রমতে
মানুষ থাকুক শান্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *