#নিঝুমমুকুর ©Sreemoyee Guha শ্রীময়ী গুহ

#নিঝুমমুকুর
©Sreemoyee Guha শ্রীময়ী গুহ
প্রতিচ্ছবি দেখতে দেখতে
চুপচাপ নিঝুম পুকুর
লহমায় নিয়ে যায় ঝরা পাতার টুপ করে ডুব শব্দ
ফেলে আসা এক আঙুল জড়ানো দুপুর
তখনও বসন্ত…
এ জলে বাতাসে কখনও কখনও শরীরী স্পর্শে শিহরণ তুলে
আজও অল্প স্বল্প ঢেউ খেলিয়ে দেয়
এ জলে কত অলিখিত আখররা
ডুবুরির মতো তুলে আনে স্মৃতির হৃদয়
এ জলে ছায়া দেখে কপালের টিপ দাগে ছলছল চন্দ্রমা সাজায়
সূর্যাস্ত বলে যায়
আসব আবার কাল
নতুন সজ্জায় নতুন এক মহিমায়
বসন্ত মাটি ভেজা তলানিতে থাকলেও
জাগ্রত হয়
এ জলে আচমকা লেখা হয়ে যায় এক রূপকথা
নোনা বিন্দু মিলনে
এ জলে পানকৌড়ির দল
ঠোঁটে জীবন রেখে
অহরহ ভেসে চলে
সহস্র বার উদাত্ত কণ্ঠে আবৃত্তি করা তোর সেই কবিতা
চোখে চোখ রাখা
এ জলের মুকুরে রেখেছে আজও তুফান তোলা
আগুনসম সেই চুম্বক চুম্বন প্রথম সুনামি
হু হু খড়কুটোয় উড়িয়ে দেওয়া ভয় অথবা বদনাম
নিষ্কলুষ তারুণ্যের ছবিটা
বসন্তের লালিমা স্থির বসত গড়ে
এ জলের বয়সে নেই ব্যবহারের শ্যাওলা ছাপ
নেই কোনও বাঁধানো কঠিন বিখ্যাত ভারী বোঝা বওয়া কঠোর ধাপ সোপান
পুকুরের ধার ঘেঁষে শুধু স্নানরত মিঠাজল
পায়ে হাঁটা মেঠোপথে বাউলিয়া সুর
ঘাস বুকে মাটি ভুঁই
এ জল আজও বলে
আয় বোস বেলাশেষে
আলতো আলতাপাতার মতোই তোর লবণাক্ত স্বাদ মিশুক গভীরে
বসন্ত থমকে চায়
বাঁশির ফুঁয়ের মতো ফাগে রঙে কিংশুকে
ওরে পলাশপ্রিয়া
তোকে আদর করে ছুঁই…