ধূসর স্বপ্ন © গার্গী

ধূসর স্বপ্ন
© গার্গী
***
গোছানো বাগান থেকে আদুরে পাখি
উড়ে গেছে বহু দূরে
এক সমুদ্র অভিমান ও
কষ্ট বুকে নিয়ে।
ঠিকানা বিহীন
নিশীথ রাতের অন্ধকারে
সর্বনাশা অপেক্ষায় বিষাদময় আবেগে।
মেঘাচ্ছন্ন আকাশের নীল কষ্টের হিসাব নিকাশ কে আর কষে
প্রতিদিন ভোরে জেগে উঠে
বিলাপের স্পর্শ।
যোজন যোজন দূরত্বের ছায়াপথ আঁকা হলে
এক আকাশ নীরবতায়
হাহাকার করা দীর্ঘ নিঃশ্বাস
বৃষ্টির মতো ঝরে পড়ে মাটিতে।
অবাধ্য স্বপ্নরা হচ্ছে ধূসর
কাঁটাতারের দু পাশে কয়েকটি শব্দ ঘোরে
হাভাতের গোঙানি যেন করুণ মূর্চ্ছনার সুর
এপারেও নেই ওপারেও নেই ঠাঁই গোঁজার
বাতাসে ভাসে কান্না আজীবন।
কেউ কি খোঁজ করে কোনদিন
ভালবাসায় একটু বেঁধে বেঁধে মালা গাঁথে না আর
বিচ্ছিন্ন দ্বীপের মতো শুধুই জেগে থাকা।