সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা

সম্পাদকীয়
প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত বাঙালি “শুভ” শব্দটি জুড়ে দেয় অবলীলায় কোনোকিছুর আগে ! এছাড়াও রয়েছে, শুভ পয়লা বৈশাখ, শুভজন্মদিন,শুভমহালয়া ইত্যাদি ইত্যাদি ! যেন উপাদেয় সুস্বাদু খাবারের উপরে ধনেপাতা ছড়িয়ে দেওয়ার মতো ব্যাপার !
“শুভ” যদি এতোটাই শুভ হতো ব্যস্ততম জায়গা কোলকাতার বুকের উপর তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হলো কী করে ! শুভ কোথায় হারিয়ে গেছিল তখন ? এতেই থেমে নেই… জয়নগরের দশ বছরের শিশু কন্যাটির কথা ভাবুন, শারীরিক অনাচার ও অত্যাচার চালিয়ে খুন হলো ? মেদিনীপুর জেলায় তেমনই একটা যন্ত্রণাদায়ক ঘটনা ঘটেছে “শুভ” শক্তির উপাসনার পরেরও ! এমন কোটি কোটি কুকর্মের নজির রয়েছে আমাদের প্রতিদিনের “শুভ” – এর পিছনে !
তবে অবশ্যই অতি প্রিয় “শুভ” শব্দটি তোলা রাখলাম বাঙালির আগামী ভালো সময়ের জন্য !

আসুন না, আমরা বরং “বিশ্বাস” শব্দটির সাথে একান্তভাবে লেপ্টে থাকি ! যা হারিয়ে যাওয়ার পথে প্রবাদ মাখানো অশ্রুপাত ! ” বিশ্বাস” শব্দটির অর্থ আস্থা ভরসা নির্ভরতা । আজকের সমাজ থেকে লুপ্তপ্রায় ! “শুভ” কে ফিরিয়ে আনতে হবে আমাদের নিজস্ব মনোবলের বিশ্বাসের মাধ্যমে ! পাপীকে চুম্বন চিহ্ন এঁকে দিতে দ্বিধা সংশয় বোধ ফিরিয়ে আনি !
সাহিত্যের প্রাঙ্গণে কলমের স্থান একটা প্রকান্ড মাপের বাস্তব জুড়ে আছে, অনিয়ম কে নিয়মে রূপান্তরিত করতে পারলে সত্যিকারের “শুভ” তে অবস্থান করতে পারবো আমাদের বিশ্বাসের দৃঢ়তা নিয়ে।
” তুমি যেমন পৃথিবীটি তেমন তৈরি করো। ”
আগামী সংখ্যায় ফিরে আসবো কিছু জরুরি বার্তা সাথে নিয়ে। অভিনন্দন রইল কলম সাথীদের প্রতি এবং পাঠকদের প্রতি।
গীতশ্রী সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *