শিরোনাম— প্রেম কাহন **** নাম— বীথিকা ভট্টাচার্য।

শিরোনাম— প্রেম কাহন।
নাম— বীথিকা ভট্টাচার্য।
*******
আমি ভালোবাসা খুঁজি হৃদয় গভীরে মনের গহীন ফুঁড়ে।
ভালোবাসা এসে অনুভবে হেসে ধরা দেয় অন্তরে।
আমি অনুভূতি খুঁজি মন আয়নায়, স্বচ্ছ বিবেক দৃষ্টিতে।
দূর বলাকায়, নীল নীলিমায়, সবুজ শ্যামল সৃষ্টিতে।
কখনো বা নীল অপরাজিতায়, অনন্ত নীল অম্বরে।
হলুদ ফুলের সোহাগ মেখে প্রজাপতি মন ওড়ে।
শুভ্র মেঘের স্বচ্ছতা ঘিরে ভালোবাসা খোঁজে মন।
বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দোদুল যখন।
খুঁজি লাল সোহাগে রঙের মাধুরী, কৃষ্ণচূড়ার বনে।
ফাগুন দিনের স্বপ্নে রাঙানো আবেগ বিভোর মনে।
প্রেম বিশ্বাস ডোরে, ভালোবাসা ভরে, আঁকড়ে ধরতে চায়।
কালো মেঘে ঢাকা মুখোশের ভীরে হঠাৎ হারিয়ে যায়।
প্রেম দীঘির জলের পদ্ম পাতায় শিশির ঝরা বিন্দুতে।
বিরহী মনের গোপন ব্যথায় বিষাদ অশ্রু সিন্ধুতে।
প্রেম উল্লাসে ঘেরা মত্ত বাতাস চিত্তে সে চঞ্চল।
প্রেম অনল জ্বালায় ভগ্ন হৃদয়ে দহনের দাবানল।
কুসুম ছড়ানো কোমল পথে জীবন যখন ছন্দেতে।
নীল সাগরের জোয়ার ভাঁটায় কখনো ভালোয় মন্দেতে।
কখনো আবার অবুঝ এ মন, ভুলে ভরা পথ ধরে,
প্রেম, বিশ্বাস বিষে, ভগ্ন হৃদয়ে, ধ্বংসের ভাঙ্গা ঘরে।
******