#কবিতা_খেলার_পুতুল ✍️ #নীহার_কান্তি_মন্ডল

#কবিতা_খেলার_পুতুল
✍️ #নীহার_কান্তি_মন্ডল

এক যে আছে পুতুলরানী, নেই তো বিশেষ বায়না
পুতুল খেলায় মহাখুশি, অন্য কিছু চায় না।

যত রকম পুতুল দ্যাখে, সব কটা তার চাই
সারাটা দিন পুতুল খেলে, সংসারে মন নাই।

একটা ঘরে পুতুলগুলো, রাখে যত্ন করে
জলে দুধে সেনান করায়, খাওয়ায়‌ও সেই ঘরে।

গরম কালে পাখা চালায়, শীতে চড়ায় চাদর
ফুল ফল আর মিষ্টি যোগে, রোজ‌ করে সমাদর।

সোম মঙ্গল বুধ বিষ্যুদ, শুক্র শনি রবি
সারা বছর এক‌ই রুটিন, বদলায় না ছবি।

একাদশীর উপোস থাকে, সব তিথিতেও তাই
যত রাজ্যের নিয়ম-বিধি, সব মানা তার চাই।

আসল কথা ধর্মভীরু, পুণ্য লাভের লোভে
চালচুলো সব শিকেয় তুলে, পৌত্তলিকতায় ডোবে।

যত রকম কুসংস্কার, পালন করা চাই
আষ্টেপিষ্টে বন্দী থাকে, কোনো নিস্তার নাই।

জ্যোতিষীদের কথায় নাচে আঙটি সব আঙুলে
যখন তখন মন্ত্র জপে, সংসার স্বজন ভুলে।

পুতুল নিয়ে খেলতে খেলতে, সবার অজান্তেই
নিজেই “খেলার পুতুল” হলো, সেই চেতনা নেই।

(পুনশ্চঃ
কিছু পুতুল শিক্ষানবিশ, বিজ্ঞান নিয়ে পড়ে
মাঝে মাঝেই পড়ার ফাঁকে, ঢোকে পুতুল ঘরে
কুসংস্কার মেনে চলে, বিনা প্রতিবাদে
জ্ঞান বিজ্ঞান চাপা পড়ে, অন্ধবিশ্বাসের ফাঁদে।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *