সূর্যসেন *** ধারা ভৌমিক ভাদুড়ি

সূর্যসেন
ধারা ভৌমিক ভাদুড়ি

সূর্যপুত্র সূর্যসেন সূর্যপ্রায় তেজস্বী ,
ছেড়ে সংসার-মোহ জাগতিক-সুখ আপন করেছো লড়াইয়ের ভাষা ,
প্রাণ বাজী রেখে শেখালে লড়াই ,
তৈরী করলে বিপ্লবী ঋষি ,
স্বাধীনতার বীজ বুনে দিয়ে
পরাধীন চোখে দেখিয়েছো আশা l

বিপ্লব চায় অস্ত্র , চায় ব্রিটিশ রাজের অস্ত্রাগার ,
টেলিছিন্ন রেলবিচ্ছিন্ন
থমথমে রাত বৈশাখী তাপ ,
বন্দুক আর রাইফেল চাই অস্ত্রের ছিল ভারি হাহাকার ,
তাই শত জুটি রাতে কাঁধে কাঁধ দিয়ে অস্ত্র সরায় খুব চুপচাপ l

পরদিন সব হর্ষোল্লাস জয় হয়েছে যে বিপুল অস্ত্র ,
জন্ম নিয়েছে গণ-সরকার মিথ্যে ছিলোনা সে ঘোষণা ,
ভয় নেই আর ব্রিটিশ বিরোধী বিপ্লবী দল হল সশস্ত্র ,
তবু শক্তিতে ভারী বিদেশী সেপাই শুরু করে দেয় গভীর
এষণা l

বন্দী হলেন কতো বিপ্লবী
চলে প্রতিরোধ আর প্রতিবাদ ,
যুদ্ধ চলে মাস্টারদার মরণের কোন ভয় নে তাঁর ,
নোয়ায়নি মাথা তবু স্বাধীনতা সাক্ষী থাকলো জালালাবাদ ,
হায় ! হার হলো মরণপনের – জিৎ বিশ্বাসঘাতকতার l

বন্দী হলেন সেই তেজস্বী , বিপ্লবই যাঁর প্রাণ ধ্যান জ্ঞান ,
উপড়ানো নখ , দাঁত হাড় ভাঙা , কী বীভৎস বিভীষিকা !
ফাঁসি হয়েও রইলে অমর এনেছিলে সাথে মহান প্রাণ ,
বিনিময়ে হলো দেশ স্বাধীন আজ তাই আমাদের এতো অহমিকা l

***

কবিতা – ২

গোলাপ ফুলের কাব্য কথা

বিশ্বেসেরা শাহাজাদী তুমি লুটোয়নি তো রাজকেতন ,
হারিয়ে গিয়েছে রোমান নিরো ,
হারিয়েছে কত বীর রাজন !
তুমি আছো আজ ও স্বমহিমায় ছড়িয়ে দিয়েছো প্রেমের গীত ,
তুমি কবি সাফোর না বলা কবিতা ,
খৈয়াম কবির প্রিয় রুবাইত l
মুঘল হারেমে প্রিয় ছিলে তুমি যতই বাজুক রবাব-গান
তোমার আতরে মাতাল সেলিম খুঁজেছে শুধুই নূরজাহান l
আফ্রোদিতির বিরহ জ্বালায় জন্ম তোমার রূপসী গোলাপ !
তোমার থেকেও বেশী রূপমতী!
সে তো সত্যের বড় অপলাপ l
দেবতার তুমি অমর সৃজন তোমাকে নিয়ে দেশের লড়াই ,
সাক্ষী আছে নথি পত্তর , দুনিয়াদারি করলো বড়াই l
তোমার সুবাসে রূপসী সিনান ,
কবরী সাজও অতি সযতন !
সুরমা চোখের শ্রেয়সীও জানে তোমাতেই আছে শত রুপটান l প্রেমিকের তুমি প্রিয় উপহার , প্রেয়সীর হাতে রতনচূড় ,
অরুণ রাঙা গোলাপকলি , বিম্ব-অধরে ফোটাও সুর l দেশে বিদেশে পসরা সাজিয়ে প্রেমেরে দিয়েছো কতই মান ,
তোমার ঠিকানা বিশ্ব ,
তবু জন্ম বসরা গুলিস্তান l

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *