বকুল –উদয় ভানু চক্রবর্তী

বকুল

–উদয় ভানু চক্রবর্তী

বাড়ির পেছনে বড় বকুল গাছটার কাছাকাছি গেলে মন কেমন করে ওঠে, ম্লান এক ছায়া ছুঁয়ে আছে ডালে পাতায়-মেঘের ফাটলে সূর্যের মৃদু উঁকি,
চারপাশে আটপৌরে মৃদু হাওয়া, অদ্ভুত মায়াবী সৌরভ..

ফিসফিস করে সহসা কেউ ডাকে আমাকে-
বুকের ভেতর ডাহুক পাখি ডুব দেয় শ্যওলাজলে..দিব্যি ঘুমিয়ে পড়ে বৃষ্টিরা-

বেশ বুঝি তুমি ফিরে এসেছো..

একটা একটা করে ফুল,
গাছ থেকে ঝরে পড়ে নিচে মাটিতে.. নক্ষত্রের মতো..
টুপ,
টুপ,
টুপ…

[বকুল]–উদয় ভানু চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *