নীরবতার আড়ালে —–@ পম

নীরবতার আড়ালে
—–@ পম ✍️
রাত গুলো বড়ো নেশাতুর , ভয়ঙ্কর নিস্তব্ধতায়
ডুবে থাকে আঁধারের আড়ালে ।
বাতাসে শুধু কার্বন- ডাই – অক্সাইডই মেশে না ,
মেশে গুমোট দীর্ঘশ্বাসও ।
আঁধারের সাথে তার ভারী সখ্যতা ।
শীর্ণ ,জ্বরাজীর্ণ অতীত হেঁটে চলে একাকী নির্জন
পথে সারিবদ্ধভাবে ।
আবেগের হাহাকার মূক হয়ে চোখ পাতে
পথের কিনারে । আমি জানালার ধারে
দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখি চুপ করে ।
কত মানুষের বোবা কান্নারা ছুটতে ছুটতে চলেছে
নিরুদ্দেশের তেপান্তরে ।
যাচ্ছে যাক , আমি তাদের একবারও ডাকি না ,
ওখানে শান্তিরা বাস করে ।
আমি জানি , সবাই রাত দিন খালি
হন্যে হয়ে তাদেরকেই খুঁজে চলেছে ।
আমি জানালার গ্রিলটাকে শক্ত করে ধরে
দাঁড়িয়ে থাকি চুপটি করে , কিচ্ছু বলি না ।
রাতগুলো ভয়ংকর সুন্দর হয়ে সেজে ওঠে প্রতিদিন ।
নারকেল গাছের পাতার ফোকর গলে
কখনো কখনো জোছনারা শাসায় আমাকে ,
ভয়ও দেখায় খুব ।
আমি আর ভয় পাই না ,
শুধু পলক হীন শীতল দৃষ্টি দিয়ে তাদের বুঝিয়ে দিই
আমি আর ভয় পাই না ।
রাতগুলো তাই নিজেই লুকোয় নীরবতার আড়ালে।