ফেরা ***** মধুমিতা ধর

ফেরা

✒️✒️মধুমিতা ধর
***
গেট আঁকড়ে দাঁড়িয়ে আছে মা
‘আসি’ বলে চলে গেছে মেয়ে…
সেই থেকে পুরোনো হয়ে যাওয়া ইলাস্টিকের মত বেড়ে চলেছে সময়।

আপাতত বর্ষার মরসুম
নোনা জলে ভেসে যাচ্ছে ঘর দুয়ার,রান্নাঘর
অনেকদিল হল রান্না হয়না কিছু

ক্ষুধার কিছু জন্মগত অধিকার আছে,
হা পিত্যেস করে বসে থাকে সে
মন না চাইলেও ভিক্ষা দিতেই হয় কিছু।

বেদনার ধারা বয়ে চলেছে দিন থেকে রাত
অনন্ত সাগর,নদী,বাতাস সব ছাপিয়ে পৃথিবী ব্যাপী ভ্রাম্যমান এখন সে।
নিয়মের চেনা পথে দিন পার করে নেমে আসে বিষন্ন সন্ধ্যা-
রাস্তার মোড়ে মোড়ে মোমবাতির আলোয় শহর কলকাতা এখন অলৌকিক…
বহুদিন হল বিছানা ছেড়ে রাস্তায় বসে আছে রাত

এতদিনকার ছাপোষা জীবন হঠাৎই মহার্ঘ্য হয়ে ওঠে একটি হিংস্রতার বিনিময়ে।

ভেজানো দরজায় বাতাস কড়া নাড়লে বুকের ভিতর ছলকে ওঠে শুকিয়ে যাওয়া রক্তের বহমান নদী…

জন্মান্তর পেরিয়ে ঘরে ফেরে মেয়ে…..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *