বৃহন্নলা ✍️ রাজা চক্রবর্তী

বৃহন্নলা
✍️ রাজা চক্রবর্তী

সমাজের আঁধারে আমি একা,
বৃহন্নলা আমি, তবুও মানুষ,
জন্মেছি মায়ের কোলে, পেয়েছি ভালোবাসা,
তবু কেন আজ, নিঃস্ব আমি, ভাসা-ভাসা?

প্রথম ধাপে বঞ্চনা, নিজের ঘরেই অশাস্তি,
পিতার রোষ, মায়ের চোখের জল,
ভাই-বোনের কৌতূহল, কখনো মনের বিষ,
কেন তারা বুঝল না, আমিও মানুষ,
এই পৃথিবীর এক অংশ।

রাস্তায় বেরিয়ে দেখি, ভ্রুকুটি আর বিদ্রুপ,
কেউ হাসে, কেউ গালি দেয়,
কেউবা পায়ে পা দিয়ে চলে,
কেন তারা জানে না, আমারও আছে স্বপ্ন,
ভালোবাসার আশা।

প্রত্যাখ্যানের তীরে বিদ্ধ আমি প্রতিদিন,
কখনো খুঁজেছি কাজ, কখনো খুঁজেছি সাথী,
প্রতিদিনের সংগ্রাম, বুকের ভেতর অগ্নি,
কেন এই সমাজ আমার পথ রোধে দাঁড়ায়,
কেন করে অপমান?

আমাদের হাসি, আমাদের কান্না, সবই তোমাদের মতো,
আমাদেরও লাগে কষ্ট, আমরাও চাই সুখ,
তোমাদের জগৎ কেন আমাদের থেকে দূরে রাখে,
কেন এই ভেদাভেদ, কেন এই ব্যথার স্রোত?

আমরা যদি না থাকি, পৃথিবী অপূর্ণ থাকবে,
আমাদের রক্তে লেখা, সমাজের এক অবিচ্ছেদ্য অংশ,
তোমাদের মতোই আমরাও মানুষ, আমাদেরও আছে অধিকার,
তোমাদের হৃদয়ে জাগুক করুণার আলো, মুছে যাক এই অন্ধকার।

তবুও আমরা হাসি, তবুও আমরা লড়ি,
প্রতিবাদের শিখা, আমাদের হৃদয়ে জ্বলে,
বৃহন্নলা আমি, তবুও আমি মানুষ,
সমাজের প্রতি আমাদের, একান্ত এই প্রতিবাদ।

মনে রেখো, আমরা তোমাদেরই অংশ,
আমাদের ভালোবাসা, আমাদের যন্ত্রণাও তোমাদের,
হৃদয়ের দরজা খুলে, গ্রহণ করো আমাদের,
তাহলেই সার্থক হবে মানবতার আসল পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *