বাঁচতে দাও, #মৌসুমি

বাঁচতে দাও,
#মৌসুমি
মানুষেরা বড় স্বার্থপর প্রাণী,এই মাটির পৃথিবীতে
ওরা চায় শুধু ওরাই থাকবে,
ওরাই বাঁচবে,ওরাই আনন্দ করবে,নাচ করবে, গান গাইবে,
বাজি ফাটাবে,
নানান রকমের বাজি, শব্দ হবে,আলো জ্বলবে
আকাশে বাতাসে প্রতিধ্বনি হবে,
তাতে একটা অদ্ভুত সুখ, সারাবছর থাকবে আতস বাজির ঘ্রাণ।।
পরিবেশ দূষণ হয় হোক, আমরা আনন্দ করবো,
পাখি মরে মরুক আমরা আনন্দ করবো,
জঙ্গল ফাঁকা হয় হোক আমরা ফুর্তি করবো,
কোথাও কোন প্রাণী থাকবে না, শুধু আমরা আমরা থাকবো।
ভেবে দেখতে গেলে ঘটনা সামান্য খুবই,।
বছরের পর বছর নয়, এই তো কয়েকটা বছরই হলো,
এমনতর ঢংরে ভাই।
বাজি ছাড়া ফিকে হবে নিউ ইয়ারের আনন্দটাই।।
বনে যায়না ওরা, শহরের ইঁট কংক্রিটের মধ্যে মানুষ ওরা
কেমনভাবে বুঝবে তারা,
নানান পাখির নানান সুর,কত শিক্ষা দিয়ে যায়,
কন্ঠে সুর তোলে যারা।
ওদের তো কোনো সীমান্ত নেই, কাঁটাতারের বেড়া নেই,
খোলা মুক্ত আকাশ ওদেরই জন্য শুধুই,
পাখি ছাড়া পৃথিবী, বড়ই ফ্যাকাশে লাগবে,
তবে উঁচুতে ওড়ার লক্ষ্য, ওদের দেখে শেখাবে কেমন করে।।
ওরাও বাঁচুক ওদের মতো, শব্দবাজি কম ফাটিও,
পরের বছর,
নতুন ভোরের আলোয় ওদের কিচিরমিচির শব্দে,
আবারও নতুন করে আরও একটা বছর শুরু হবে।।
ইশ্বর বলো,আল্লা বলো কিংবা বলো গড ,
শুধু মানুষের জন্য গড়েননি এই মাটির পৃথিবী,
সময় থাকতে সকল কে বাঁচতে দাও,
কে বলতে পারে, কয়েক দশক পর,
ওরাই উড়বে মুক্ত আকাশে, মানুষ থাকবে বন্দী
লোহার খাঁচাতে।।।