ভালবাসার হেমন্ত রাত ✒️✒️ প্রাণেশ পাল
ভালবাসার হেমন্ত রাত
প্রাণেশ পাল
ভালবাসার হেমন্ত রাতে তুমি আসো
একবার আমার কবিতা হয়ে,
তোমার শরীরের পাতায় পাতায়
শিশির অক্ষরে লিখবো ভালবাসার কথা !!
তোমার উষ্ণতা শরীরে মেখে মিশে যাব
জ্যোৎস্না মাখা কুয়াশার গালিচায় !!
হেমন্তের হলুদ দিগন্তে সোনা রোদে
একবার পাশাপাশি হেঁটে যাব,মেঠো আল পথে,
নির্বাক দৃষ্টিতে ভালবাসা হারিয়ে যাবে
তোমার মায়াবী চোখের গভীরে !!
কুয়াশার চাদর জড়িয়ে ——
একবার হারিয়ে যাব ভালবাসার কবিতা হয়ে
ঐ দূর দিগন্তে পাহাড় ঘেরা পাইন অরণ্যে,
ভালবাসার শব্দগুলো অনুরণিত হয়ে
ছড়িয়ে পড়বে ——–
তোমার নির্জন,নিস্তব্ধ উপত্যকায় !!
খুব ভাল লাগল দিদি আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল।