সংসার, ✒️✒️ মৌসুমি

সংসার,

মৌসুমি

ছেলে কে স্কুলে ছেড়ে স্টেশনে এসে দেখলো ট্রেন দাঁড়িয়ে আছে।। তাড়াতাড়ি উঠে পরলো মিতা।।বাড়ি গিয়ে জুতো ছেড়েই তো রাজ্যের কাজ ওর দিকে তাকিয়ে থাকে।। উফফ! রোজকার একঘেয়েমি কাজ।। কোন ছুটি নেই, আবার কোন একটা কাজ না করে থাকাও যায়না।।এইসব সাতপাঁচ ভাবছে হঠাৎ পেছন থেকে কে ডাকলো, মিতা,এইইই মিতা! পেছন ফিরতেই দেখে ওর বাপের বাড়ির পাড়ার সীমা বৌদি।।মিতা হাসতেই,সীমা বৌদি ওর দিকে চলে এলো।।

“কত বছর পর দেখছি রে”,তোর বিয়ে হয়ে গেছে শুনেছিলাম আরেকবার যখন এসেছিলাম “।।মিতা হেসে বলল,” হ্যা তুমি তো অতনু দার সাথে আমেরিকা সেটেল্ড হয়ে গেছিল,আর তো আসোনি, তাহলে আর দেখা হবে কিভাবে? তারপর নানান কথা বলতে বলতে দক্ষিনেশ্বর স্টেশন চলে এলো, “এবার নামবো বৌদি, তুমি একদিন অতনু দা কে নিয়ে এসো আমার বাড়ি”,সীমা মাথা নেড়ে বলল, রবিবার দেখে যাবো,তোর বরের সাথেও আলাপ হয়ে যাবে”।। কথাটা শুনে মিতা মুচকি হেসে বলল,-তা হবে না বৌদি, উনি তো বিএসএফ এ আছেন, ছুটি ছাড়া বাড়ি আসেন না”।।ট্রেন থামতেই “আসি বৌদি “বলে নামবে মিতা, সীমা বৌদি হাত নেড়ে বলল,”মন দিয়ে সংসার করো।।দেখা হবে আবার”।।

মিতা ট্রেন থেকে নেমে, বৌদির কথাটা ভাবছিল,মন দিয়ে সংসার করো,।। সংসার! শব্দটার মধ্যে দায়িত্ব, কর্তব্য, বিশ্বাস জুড়ে থাকে,।।যার দায়বদ্ধতা নারীদের উপরেই থাকে বেশি।। কিন্তু একটা মেয়ের বিয়ের পরেই সংসার, কেন বিয়ের আগে বাবার বাড়িটা বুঝি সংসার না! বাড়ির তালা খুলতে খুলতে মিতার মনে পরে গেল, ভীষন গরীব ঘরের মেয়ে ও।দুই বোন,ভাই নেই ওদের,তার কারণে বাবা তেমন ভালবাসতো না।। বেড়ার ঘর অথচ দুই বোনে মিলে ঘরটা পরিস্কার পরিচ্ছন্ন রাখতো।। অনেক টেনেটুনে সংসার চলতো,তাই বুঝেই আবদার করতো দুই বোন।।বাবা মায়ের সংসার টাও তো তাদেরই সংসার ছিল।।

কি রান্না বসাবে ভাবতে ভাবতে মনে পরে গেল, বিয়ের সময় মিতার বাবা কে তাঁর শেষ অবলম্বন কিছুটা জমি বিক্রি করে দিতে হয়েছিল।।আজ অবশ্য ঈশ্বরের আশীর্বাদে তার কোন অভাব নেই তবু একাকিত্ব বোধ করে মাঝেমাঝে।। একমাত্র ছেলে কে মানুষ করাই তার একমাত্র লক্ষ্য।। বাড়ির সমস্ত দায়দায়িত্ব তারই যেহেতু তার স্বামী বিএসএফ এ আছেন।।ছুটি ছাড়া বাড়ি আসেন না,।।মিতা সব কিছু মেনে নিয়েছে।। কিছুতেই তার কোন অভিযোগ নেই।। জীবন যখন যে ভাবে তাকে রাখে সেও সেইভাবে থাকতে বড্ড অভ্যস্থ হয়ে গেছে।।।

রান্নার পর স্নান সেরে আয়নার সামনে দাঁড়িয়ে একটা কথা মনে আসে তার বারেবারে, বিয়ের পর মা বাবার বাড়িটা এত পর হয়ে যায় কেন? আর বিয়ের পর স্বামীর ঘরে সকাল থেকে রাত অবধি নানান কাজ আর সন্তান কে মানুষ এই নিয়েই সংসার!
আয়না তার দিকে তাকিয়ে মুচকি হেসে যেন বলে,” বোঝো না,হাসি মুখে,সব কিছু মেনে নিয়ে সং সেজে একটি পরিবারে নিজের পুরো জীবনটা কাটানোর নামই তো সংসার”।।
ফোনের রিংটোন বেজে উঠলো, “তুমি ” কলিং।।

#মৌসুমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *