নবান্নে মেতে উঠেছে হৈমন্তী কলমে —–অনীতা প্রামানিক —-।
দৈনিক গুণী ষষ্ঠক কবি সম্মাননা
শিরোনামঃ নবান্নে মেতে উঠেছে হৈমন্তী
কলমে —–অনীতা প্রামানিক —-।
কুয়াশার চাদর গায়ে জড়িয়ে
ভোরে হৈমন্তী জেগে ওঠে,
অদূরে ঠাকুর বাড়িতে নতুন গুড়ের পায়েস নবান্ন উৎসব,
পিতলের হাঁড়িতে রান্না করে, পয়মন্ত গৃহবধূ সিঁথি রাঙিয়ে, আলতা পায়ে,স্বয়ং লক্ষী রূপে ,
গৃহস্থের ঘরের কোণে নতুন ধানের শীষে বিরাজমান লক্ষীদেবী,
সুমিষ্ট গন্ধে মেতে উঠেছে পাড়া,
দলবদ্ধ হয়ে শিশুরা পরম তৃপ্তিতে আহারে ব্যস্ত,
হৈমন্তী আলতা রঙের শাড়িটা গায়ে জড়িয়ে চলেছে পশ্চিমের পাহাড় চূড়ায়,
নববধূর শঙ্খের ধ্বনি মুখরিত হয় ঠাকুর ঘর,
বাইরে হিমশীতল বাতাস,
পৃথিবী হিমজ্বরে কাঁপছে,
জানালার বাইরে কাঁচের সার্শিতে ঝাঁপসা দৃষ্টি,
এসব উপেক্ষা করে কৃষক চলেছে মেঠোপথ ধরে , পূর্নি পুকুর পেরিয়ে বাঁয়ে খেঁজুর বাগান হিমশীতল রস গাচ্ছি কাকু মাটির ভাঁড়ে কাঁধে নিয়ে চলেছে নলেন গুড় বানাবে,
আবছায়া ভোরে গোবর লেপা উঠান মারিয়ে,
খোলা আকাশের নীচে শুরু করে জীবন জীবিকার তাগিদে তাগিদে জীবন যুদ্ধ।