সম্পাদকীয় কলমে — গীতশ্রী সিনহা।
সম্পাদকীয়
অনেক সময় মনে প্রশ্ন জাগে যে আসলে ওয়েব ম্যাগাজিন বিষয়টা কি? অনেক বিখ্যাত মাসিক, প্রাক্ষিক সাপ্তাহিক পত্রিকার সঙ্গে আমরা পরিচিত আছি যা সাধারণত বই বা পুস্তিক আকারে প্রকাশিত হয়। 1780 হিকি বেঙ্গল গেজেড প্রকাশিত হয় জেমস হিকি সাহেবের হাত ধরে, তারপর ভারত তথা বাংলায় শুরু হয় পত্র পত্রিকার পথ চলা। এরমধ্যে কেটে গেছে দুই – দুইটো শতাব্দী, বদলে গেছে অনেক প্রযুক্তি, পাল্টে গেছে জীবন যাত্রার প্রেক্ষাপট। একবিংশ শতাব্দীতে মানব সভ্যতা হয়ে উঠেছে গতিমান জীবন যাত্রায়, দ্রুত বদলে যাচ্ছে মানব সভ্যতার চিন্তা চেতনা পদক্ষেপ । আর সেই গতিমান ধারায় বদল ঘটেছে আমাদের সেইদিনের ছাপাখানার কাগজের, এক কথায় আজকের চলতি ভাষায় বলতে হয় হার্ড কপি পালটে আমাদের হাতে এসেছে সফটকপি। সেই তালেই লিটিল ম্যাগাজিন বা প্রসিদ্ধ সব ম্যাগাজিনে জাগায় দ্রুত নিজের জায়গা করে নিচ্ছে ওয়েব ম্যাগাজিন। তাই হকারের ডেলিভারির অপেক্ষা না করে মোবাইলের এক ক্লিকেই হাতের মুঠোয় চলে আসছে বিশ্ব দুনিয়ায় নানা তথ্য থেকে সাহিত্যের নতুন কলম। তাই ঘরের কোণে পুরাতন সাহিত্যের সলিলসমাধি বদলে গেছে ইলেকট্রনিকস মেমোরিতে।
আর এইসব নানা গুণের অধিকার অর্জন করে ওয়েব ম্যাগাজিন এখন সবার অলিন্দে পৌছে গেছে, আর শুরু হয়েছে আর এক শতাব্দীর পথ চলা।
থাকুক বইমেলা, চলুক বই প্রকাশের আনন্দ উৎসব — ফিরে আসুক বইপড়ার অভ্যাস, ভরে উঠুক সাহিত্যের গ্রহণযোগ্যতা! সাহিত্যে খুঁজে পি ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, চলমান জীবন এবং তার নানা বৈচিত্র্যময়তা।
কলম সাথীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ এই পর্যন্ত।
সম্পাদকীয় কলমে — গীতশ্রী সিনহা।