ভালোবাসা বোধ হয়? ✍️ রাজা চক্রবর্তী

ভালোবাসা বোধ হয়?
✍️ রাজা চক্রবর্তী

 

ছেলেটিকে চোখ বাধা অবস্থায় নিয়ে আসা হল ।
কালো বুটের প্রথম লাথিতে মুখ রক্তাক্ত ।
রক্ত লালায় জোড়াঠোট দুটোর থ্যতলানো কাঁপুনি ।
জিভ নাড়তেই দুটো দাঁত বেরিয়ে এল বাইরে ।
চেঁচিয়ে উঠলো অল্প, মৃদুস্বরে মা…গো…..

ঘরের ভেতর তখনো চলছে কাল বুটের হাঁটার শব্দ ।
শব্দগুলো দেওয়ালে বাধা পেয়ে প্রতিধ্বনী হচ্ছে ।
হুশ করে দেশ্লাই জ্বালানোর শব্দ কানে এলো ।
নাকে এল সিগারেটের গন্ধ, চলছে সুখটান ।
সিগারেটের টানের সাথে, মিশে আসছে চিৎকার ।
চারিদিকে জলন্ত সিগারেট ধোঁয়ায় মিশে গেছে মাংসপেশির পোড়া গন্ধ ।
জ্বলন্ত সিগারেটের ছ্যাকা খেয়ে, ছেলেটির সমস্ত শরীর পাকা টুসটুসে আঙ্গুর ।
চিৎকারের শব্দ তুষের আগুনের মতোই ধিক ধিক ।
প্রথমে তারস্বরে তারপর গো-গা-নি ।
ছেলেটিকে ঘরের ভিতর তালা বন্ধ করে চলে গেল কসাই ।

একদিন পর
ছেলেটি মৃদুস্বরে কসাইকে তার পাকস্থলীর কষ্টের কথা বলছিল । চেয়েছিল এক গ্লাস জল ।
তাকে চিৎ করে, পাকস্থলীতে এলোপাথাড়ি কালো বুটের কষাঘাত করতে লাগলো ।
ছেলেটি বস্ত্রের কথা বলেছিল ।
ফর ফর করে টেনে ছিড়ে ফেলা হলো তার শার্টে ও পরনের কাপড় । সে এক বীভৎস চেহারা ।
আঙ্গুল গুলো পাথর দিয়ে থেঁতলে দেওয়া হল ।
সেই আঙ্গুল দিয়ে ছুঁয়েছিল তার প্রেমিকাকে ।
শয্যাশায়ী বৃদ্ধ মাকে সেই আঙ্গুল দিয়ে প্রতিদিন খাইয়ে দিত ।
তারা দুজনে পালিয়ে যাবার অনেক চেষ্টা করেছিল ।
পালাতে পারেনি ।
ছেলেটির দোষ ছিল একটাই, সে না জেনেই এক ভিন্ন জাতির মেয়েকে ভালবেসেছিল ।

দুদিন পর ।
ছেলেটি মারা যাবার আগে কিছু কথা লিখে যায়
তার নিজের রক্ত দিয়ে, সেই ঘরের দেওয়ালে ।
ভালোবাসা বোধ হয় জেনে-বুঝে করতে হয় ?
ভালোবাসা বোধহয় জাতপাত মেনে করতে হয় ?
ভালবাসলে বোধ হয় এতসব সহ্য করতে হয় ?
ভালবাসলে বোধ হয় ভগবানের কাছে যেতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *