ব্যবধান ✒️✒️ কলমে -আরতি সরকার

ব্যবধান
কলমে -আরতি সরকার

প্রত্যেক মানুষের রাগ আছে অভিমান আছে!
কারো বেশি কারো কম।
তাই মাঝে মাঝে আমরা
রাগ অভিমান করেই থাকি।
হয়তো কোনো ঝগড়া নেই,
কারণ থাকলে ও হয়তো তা খুবই সামান্য!
কিন্তু ঐ সামান্য কারণে আমরা কোন কোন সময় অনেক দূরে চলে যাই।
হয়তো আমার খুবই কাছে র কেউ! আর ঐ দূরে সরে থাকার সময়ে যে দূরত্ব সৃষ্টি হয় তা বড়ো ভয়াবহ ভয়ঙ্কর! সময় বড়ো অল্প, তাকে হারাতে দিও না। হাওয়ায় মতো স্বচ্ছ আর আকাশের মতো উদার হ ও !
সময় যেতে যেতে সেই রাগ কিংবা অভিমান,এক দিন আর থাকে না, কিন্তু ইচ্ছে থাকলেও আমরা আর সহজে কাছে যেতে পারি না!
তাতে অনেক বাধা থাকে।
বাধা নানা দিক থেকে আসে!
আমরা ও খুব সহজ হতে পারিনা।
কিন্তু আমাদের মন,সেতো
হাওয়ায় মতো এলোমেলো বয়ে যায়! কখনো তীব্র আবার কখনো ভীষণ নরম, হাল্কা ঠান্ডা!
তাই নরম হয়ে মনকে বোঝাতে হবে,মন তুমি ব্যাবধান ভুলে যাও…. হাওয়ায় মতো স্বচ্ছ ,আর আকাশের মতো উদার হ ও!
দেখবে তোমার মনের জমে থাকা যন্ত্রণা ধুয়ে গেছে,
দেখবে তোমার মন বয়ে চলেছে নিজের গতিতে, খরস্রোতা নদীর মতো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *