অসীম ✒️✒️ কৃষ্ণা সেন।
অসীম
কৃষ্ণা সেন।
অসম্পূর্ণ না বলা কথা নীরব রাতের অভিমান হয়ে ঝড়ে পড়ে।
বাতাসে ভেসে যায় সেই অভিমান,
একরাশ শূন্যতা হাহাকার করে।
অলস দুপুর বিষন্নতায় ভরা থাক, যে পথে পথিক হারায় পথ।
মেঘের অভিমান ভেসে যায় দূর পথে তারায় তারায়।
নীহারিকার গর্ভগৃহে অভিমানের মেঘ জমে। রাতের গভীরতা আর বাস্তবতার মাঝে এক চরম শূন্যতা। এই শূন্যতা কোন নেতিবাচক নয়।
পূর্ণিমার চাঁদ আর ঝলসানো রুটি কিছুটা হলেও ঝাপসা। উজ্জলতা আর বিলাসিতা শূন্যে হাত বাড়ায়।
নীল সমুদ্র ফেনায় কিসের ইঙ্গিত শোনা যায়। গভীর অস্থিরতা ঢেউ তোলে বারবার মনের গভীরে। অভিমানকে খানিক প্রশয় দিই আমি। কারণ অভিমান অশ্রু ঝরায়। সে অশ্রুতে থাকে শূন্যতার কথা। শূন্যতা মাঝে মাঝে কিছু কথা বলে যায়।
নীরব অভিমানের স্বাদ কিছুটা নোনতা। সে স্বাদ মিলে যায় চোখের অশ্রুতে। আমি বারবার ভেঙে পড়ি কিন্তু স্বপ্নেরা আমাকে কখনোই নিঃস্ব হতে দেয় না।
আমি বারবার স্বপ্ন দেখি। সমস্ত পৃথিবী জুড়ে আমি রঙিন স্বপ্ন খুজে বেড়াই। আমার মনের রং তুলি ভীষণ উজ্জ্বল।
শূন্যতার মাঝে আমার এই রঙিন স্বপ্নগুলো আমাকে বারবার বাঁচতে শেখায়।
এই স্বপ্নগুলো কখনো কখনো বড্ড ফ্যাকাশে হয়ে যায়। তখন একটা ভালোবাসার শক্ত হাতের প্রয়োজন হয়। একটা নিঃস্বার্থ হাত। যে হাত সমস্ত ঝড়-ঝাপটা থেকে আমাকে বাঁচাতে পারে।
আমি যদি বাঁচি, আমার রঙিন স্বপ্নেরা যদি বাঁচে তাহলে আমি তোমাদের সাথে নেব। অসীমের মাঝখান থেকে তোমাদের কাছে ডেকে নেব যত দূরেই আমি থাকি।