#সেই_নদী –উদয় ভানু চক্রবর্তী

#সেই_নদী

–উদয় ভানু চক্রবর্তী

আমাকে যে নদী ডেকে নিয়েছিল..
বলেছিলাে তার জলেও তোমার চোখের মত ম্লান গোধূলি অথবা দুঃখী চাঁদের ছায়া..
আর ক্লান্তিরা সব স্তিমিত রক্তের থেকে
স্নিগ্ধতা ছড়িয়ে রাখছে পাশের পটভূমিতে..
সেই কি তুমি?

নাম তিস্তা বুঝি নাকি কংসাবতী ?
মাছরাঙাদের বললাম..
গভীর চোখের মেয়েটি এসে দিয়েছিলাে যে নাম,
আজও আমি খুঁজি তাকে..
জলের অপার সিঁড়ি বেয়ে
কোথায় যে নেমে গেছে, চলে গেছে সে?

সময়ের অবিরল সাদা আর কালোর বুক থেকে বেরিয়ে এসে,
মাছ মন আর মাছরাঙাদের ভালোবেসে
নারী তোমাকে এখনও খুঁজি, ঝলসানো আলোর ফোয়ারায়..
ভালোবেসে যেতে পারতাম ঐ বাঁক পেরিয়ে..!

যদি হতে সেই নদী..
যে আমাকে ডেকে নিয়েছিল এক আশ্চর্য সন্ধ্যায়!

—উদয় ভানু চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *