মেঘ ✒️✒️ শক্তি কুন্ডু
মেঘ
শক্তি কুন্ডু
মেঘেরা যখন বন্ধু ছিলো আমার,
আমার রোদ দেখলেই হিংসে জাগতো মনে ,
আলোয় যদি ঘুম ভেঙে যায়
ভয় পেতো রোজ
মেঘ হারানোর জন্যে৷
মেঘের দলেও অনেক রকম রঙ,
কোনোটা কালো,কোনোটা আবার কালোর সাথে সাদা মিশে অন্যরকম ,
অন্য অন্য রঙ ৷
সব মেঘেরাই বৃষ্টিবুকে হাঁটতো না আকাশে,
কেউ কেউ তো
ঝড়ের সাথেও ঘুরতো মনের সুখে৷
সূর্যটাকে আড়াল করতে চেয়ে
মেঘের দলের বসতো সভা রোজ…
আমিও বেশ মেঘের মতন রোদের আলোর
নিষেধ এঁকে মনে…
গুমোট ঘরে দক্ষিণ হাওয়ায় বারণ লিখে দিয়ে
মেঘ হয়েছি ঘন থেকে আরো ঘন ,ঘন কালো
রঙের৷
একদিন এক সাদা মেঘের সাথে
দেখা হলো আমার…আমি বললাম ,বাঃ ,বেশতো তোমায় লাগছে আকাশ নীলে,
চিকমিকিয়ে উঠছে তোমার দেহ ,
চোখের আরাম তোমার দেহের রঙ৷
সাদা মেঘ চুপ করে কিছুক্ষণ,
বললো আমায়,চোখ থাকতেও অন্ধ হলে কেন,
আকাশ পেলে মুক্তি যার নাম,
সূর্য পেলে শক্তি যার নাম
রোদ পেলে যার জন্য সবুজ বাঁচে রোজ,
অথচ তুমি কালো মেঘের সাথে,
আকাশটাকে ধ্বংস করার নেশার
মাতাল হলে,
কেন!
জীবন পেলে ,যাপন করো সুখে,
অসুখ মেখে পঙ্গু হবে কেন!
রোদের সাথে মিশতে যেও রোজ
রোদতো তোমায় চাইছে মনের থেকে,
আর মেঘের সাথে!!
যে মেঘ ভেঙে বৃষ্টি হতে পারে,তার সাথেও বন্ধুত্ব
রেখো …!
.