*হে মোর মরণ* ✒️✒️ গীতালি ঘোষ
*হে মোর মরণ*
গীতালি ঘোষ
‘ অত চুপি চুপি কেন কথা কও
ওগো, মরণ, হে মোর মরণ।
অতি ধীরে এসে কেন চেয়ে রও
ওগো, এ কি প্রণয়েরই ধরণ!’
* * * * * * * * * * * * * *
‘তুমি পাশে আসি বস অচপল
ওগো, অতি মৃদুগতি চরণ।
আমি বুঝি না যে, কী যে কথা কও,
ওগো মরণ, হে মোর মরণ।’
বৃন্দাবনের আকাশে বাতাসে আজ বিরহের সুর বাজে। সুমধুর বংশীধ্বনির সুরের যাদু নিয়ে মিলিয়ে গেছেন শ্যাম মনোহর। অভিসারিকা রাধিকার হাহাকারে কান পাতা দায়! যমুনা তীরে তার একলা বসে থাকার সময় বাড়তে থাকে, বাড়তেই থাকে। সকল সুরের বাঁধন ছিন্ন করে রাধার শ্যামরায় আজ বহু দূরে, মথুরার অভিমুখে। রাজকর্তব্যের আহ্বানে তাকে তার লীলাভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। প্রাণপ্রিয়াকে এমন ভাবে একলা ফেলে যেতে কী তারও মন চেয়েছে? কিন্তু কর্তব্য যে বড়ই নিষ্ঠুর, নির্মম!
বিরহিনী রাধা যমুনা জলে শ্যামের প্রতিবিম্ব দেখেন, তমাল বৃক্ষরাজিতে যেন দেখতে পান তাকে। মনে মনে তিনি বলতে থাকেন….
‘বারবার সখি, বারণ করিনু ন যাও মথুরাধাম,
বিসরি প্রেমদুখ রাজভোগ যথি করত হমারই শ্যাম।’
বড় অভিমান মানিনীর! উন্মুখ হৃদয় চায় প্রিয়-সঙ্গ, কিন্তু সে যে আজ বহুদূরে! প্রেমোন্মাদনায় রাধিকা আত্মহারা — বিরহের আগুন তার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। এর থেকে মুক্তি পেতে চান তিনি, ধরতে চান মৃত্যুর হাত। তাই তিনি আহ্বান করেন….
‘মরণ রে, তুহুঁ মম শ্যাম সমান’
মৃত্যুই আজ তার পরম আকাঙ্ক্ষিত, সেই মৃত্যুই তার কাছে আসুক শ্যাম সমান হয়ে। তার অন্তর তাই সাশ্রুনয়নে বলে,
Oh dreadful death,
I adore you, as my Beloved tonight…..
মেঘবরণ শ্যাম, মেঘের ভয়ঙ্কর জটাজাল যেন কেশদাম হয়ে তোমার মুখখানিকে ঘিরে রয়েছে, সেই শ্যামরূপ মরণ, তুমি এসো আমার কাছে!
তোমার রক্ত- অধর, রক্তরাঙা হাত দুখানি দিয়ে এই আকুলিনী রাধার প্রেমজ্বরতপ্ত দেহখানিকে অমৃত দান কর। এসো শ্যামরূপ মৃত্যু, এসো, এসো!
আমার দুচোখের অঝোর বর্ষণে আমি সিক্ত, তোমারই প্রেমাবেগে আমি বিবশ। ওগো শ্যামরূপ মৃত্যু, তোমার বিশালতায় আমাকে একীভূত করে নাও,
আমি একাঙ্গী হই তোমার সাথে!
‘ তুহুঁ মম মাধব, তুহুঁ মম দোসর…..’
এসো মৃত্যু, আমার তাপিত, ব্যথিত, জর্জরিত হৃদয়কে তোমার শীতলতা দিয়ে জুড়াও। আমি ধন্য হই। এসো গো আমার শ্যামরূপ মৃত্যু!
তোমার আলিঙ্গনে আমায় আবদ্ধ কর, তোমার শান্ত হাতে আমার অবিরাম বর্ষণক্লান্ত দুচোখ বুজিয়ে দাও। আমি শ্যামরূপ মৃত্যুর বুকের মাঝে আমার উৎসুক মুখখানিকে দেখতে চাই….আমার সম্পূর্ণ চেতনা হারানোর মুহূর্তে। এসো, এসো, আমার শ্যামরূপ মৃত্যু!
তোমাকে স্মরণ করেই তো আমার হৃদয় সদা উদ্বেল! তুমি তো কখনোই আমার চিত্ত হতে দূরে যাওনি! রাধার ব্যাকুল হৃদয় নিয়ে খেলা কোরো না আর…. শ্যামরূপ মৃত্যু, তুমি ত্বরিত চরণে এসো!
When will you place your heart
Next to mine?
Everyday, every moment
I cherish of that
Transcendental touch of YOURS…..
এই সব ফেলে রেখে তুমি কোথায়? এসো তুমি, মৃত্যুরূপে এসো!
ঘন কালো মেঘে আকাশ ভরেছে, ঘন ঘন বিদ্যুৎ তার চকিত ঝলকানিতে আকাশ চিরে ফেলছে, বনস্পতি সকল আতঙ্কে নির্বাক! পথ নির্জন, অন্ধকার! আমি তোমার চির অভিসারিকা রাধা, — এই বিজন পথে চলেছি তোমারই অণ্বেষণে….. এসো শ্যামরূপ মৃত্যু, আমার কাছে। এসো!
Yes, I will go alone to meet you,
All my Fright, all my Inhibitions
Will turn into Fortitude,
To show my way towards YOU…..
হে আমার জীবনবল্লভ, তুমি আজ যদি মৃত্যু হয়ে আমাকে আলিঙ্গনাবদ্ধ কর, তবে সেই মৃত্যুই হবে আমার জীবনের সর্বাংশে সার্থক আনন্দ!
Oh dreadful Death,
I adore you
As my Beloved, tonight….
ওগো শ্যামরূপ মৃত্যু, তুমি এসো রাধিকার কাছে–
রাধা আজ সমর্পিতা তোমারই দ্বারে।।
ঋণ স্বীকার— রবীন্দ্রনাথ ঠাকুর।