সময় দুলছে ! ✒️✒️ গীতশ্রী সিনহা

সময় দুলছে !
গীতশ্রী সিনহা

ফ্যাকাসে চোখের কোনো এক অভাবী মানুষ
আমাদের শরীর নিয়ে পালিয়ে যায় !
আরও একবার…
শরীর হারিয়েছিলাম ধারালো ছুরির আঘাতে
ছিনতাইকারীর এলোপাথাড়ি নির্মমতায় !
মুখোশের আড়ালে তার আকাশী চোখের মণিতে
গেঁথে থাকা অন্ধকার কালো ঈশ্বর খোঁজে …
শুনেছিলাম, মানুষের ভিড়ে মিশে থাকে অসংখ্য
ভূত-প্রেত !
তারা বয়স্ক মিথ্যের সাথে বসবাস করে সকাল – বিকেল !
সময়ের গায়ে আগুন লাগায় !
পাপ ও ক্ষয়ক্ষতিপূর্ণ পানপাত্র গুলো হাতে হাতে বদল হয় !
অঙ্গীকারবদ্ধ হয়ে শপথ করে, স্ত্রীর কুন্ডলী করা চুলে কামপুলক পুষ্প গুজে রাতভর ভালোবাসবে..
মনের অসহায়তাটুকু ভুলে যায় !
মিথ্যের সাথে করমর্দন করতে করতে একসময় বামন হতে হয় !
বাসনা বিকীর্ণ কোন নিঃসঙ্গ রাতে শিষ দেয় সর্বনাশ !
তবু কিছু শিহরণ চুরি করে জমা থাকে !
অমিত্রাক্ষর বন্ধনে দৈব ইশারায় চতুর্দশী ললাটে
চাঁদ নামে…
খুনে ও ক্ষমায় যেখানে মধ্যবিত্ত প্রেমিকেরা কালশোক পোশাকের ভেতর জন্মায়…
খিদের পেটে এক থালা গরম ভাত ধর্মকেও ভুলিয়ে দেয় !
পেটের বিশ্বাস বড় বিশ্বাস… ঠিক তখন-ই…
নুয়ে পড়া সময়কে তোমরা পাদানি মনে করে সাঁতরে যাও অন্ধকার খুঁজতে!
দেখেছো কী !
সময়ের জ্যামে আটকে আছি আমরা…
নিজের বিশ্বাসের জন্য আমরা পরের বিশ্বাসকে আশ্রয় করি !
সাদা দাগে রক্তাক্ত চিহ্ন… মধ্যরাতে থেমে যায় মালকোষ ! নেমে আসে অভিশাপ… সিঁড়ি বেয়ে…
ভুলে যেও না… জনতা ঘুমন্ত দৈত্য !
আশ্বিনের গায়ে লেগেছিল ঘূর্ণিঝড় !
ফিরিয়ে দাও প্রাক্তন স্বদেশ, উৎসব – পরবে জমিয়ে রেখেছি সুখ উপভোগ…
আলো দেখাও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *