সবিশেষ ভয়টয় পায় না ✒️✒️ ভাগ্যশ্রী
সবিশেষ ভয়টয় পায় না
ভাগ্যশ্রী
গুটিকয় মশা মেরে
ঘন ঘন কাধ ঝাঁকাচ্ছ !
ভাবছ বীর তীরন্দাজ;
লালা মাখিয়ে দাবিয়ে রাখছ
অস্ত্রের স্বভাব!
দেয়ালে ঝুলছে
নিরীহ অজিন
বাঘ বলে লুটে খাচ্ছ
চলতি দিন
“আরে ছোর! ছোর!
ক্যায়া শরম কি বাত!”
রঙের জন্য সেকি হ্যাংলামী
দুধে ছেলেও জানে নির্ঘাৎ!
এদিকে রাতের দেয়ালে
কান পাতলেই
মুহুর্মুহু ভেসে আসছে
হেরো শিকারির কান্না
অন্ধকার ঝাঁপালে খেঁকশেয়ালকেও
মনে হয় হিংস্র হায়না!
ভারি তো!মরচে পড়া চোখ
আজকাল সবিশেষ ভয়টয় পায় না!