একটুখানি নরম বাতাস ঝড়ের বেগে ছুটছে /পলাশ

একটুখানি নরম বাতাস ঝড়ের বেগে ছুটছে /পলাশ

একটা মেঘ একটা বৃষ্টি
একটা মেয়ের সজাগ দৃষ্টি ।
একটুখানি নরম বাতাস
ঝড়ের বেগে ছুটছে ।
কানে কানে কানাকানি আঁচল নিয়ে টানাটানি
রাজা-রাণীর বিচার নিয়ে সবাই প্রশ্ন তুলছে ।
রাহাজানি করল যারা তারা অভয় বিলায় ,
সত্যগুলোর গলা টিপে প্রতিশ্রুতি চিবায় ।
বীরপুঙ্গব চুড়ি নাচায় সবাই সেটাও দেখছে –
একটুখানি নরম বাতাস ঝড়ের বেগে ছুটছে ।

ঘুমের মধ্যে ঘুমিয়ে আছে তীব্র ঘৃণা মুখে
আমার মা তোমার মা
তিলোত্তমা তিলোত্তমা ।
আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে
প্রলয় নাচন নাচছে ,
দূরে দূরে তারারা সব হাত বাড়িয়ে ডাকছে –
একটুখানি নরম বাতাস ঝড়ের বেগে ছুটছে ।
দেশ কালের গণ্ডী ভেঙে বিশ্বে জোয়ার তুলছে,
এইটুকুনি নরম বাতাস দামাল হয়ে উঠছে ।

তিল মাত্র ভয় ছিল না তিলোত্তমার মনে ,
দিল ছিল তার আকাশ ছোঁয়া পারিজাতের বনে ।
নরখাদকের নানান কীর্তি জমা ছিল আস্তিনে
তাই কি ওরা ভয়ে ভয়ে লুকিয়ে আঁধার রাতে –
ছিন্ন করে শরীরটাকে – গায়েব করল লাশ ,
সেটাই ছিলো বেআক্কেলর চরম সর্বনাশ ।
হায়
সেটাই ছিলো বেআক্কেলর চরম সর্বনাশ ।

সেবার কাজে তিলোত্তমার
জুড়ি মেলাই ভার ।
এখন সেই তিলোত্তমাই ঘুমের মধ্যে ঘুমিয়ে আছে
বোবা কান্না ঘিরে –
তোমার আমার বোধের কঠিন স্তরে ;
সূর্যাতপে ক্রমে ক্রমে নবীন কোড়ক ফুটছে
একটুখানি নরম বাতাস ঝড়ের বেগেই ছুটছে ।

আমার দিদি , আমার বোন , আমার সর্বজয়া
আমার সুদীপ, আমার আনীশ , আমার অভয়া ,
অকালেতে হারিয়ে গেছে – ফুরিয়ে যায়নি তারা
হাজার হাজার তারার মাঝেই নীরবে সব জ্বলছে ;
তার প্রিয়জন বোবা হয়ে অন্ধ হয়ে খুঁজছে ।
সবাই অন্ধ হয়ে খুঁজছে ।
রাস্তায় আজ তাদের খোঁজে লক্ষ হীরা জ্বলছে –
বেহাল রাজা বেহাল রাণী রাম রাজত্ব গড়ছে !
একটুখানি নরম বাতাস ঝড়ের বেগে ছুটছে ।

তিলোত্তমা তোমার বুকে জমা ক্ষোভের আগুন
দ্বিগুণ হয়ে উঠছে জ্বলে সবার চোখে মুখে ।
তোমার জন্যে রাত জাগছে লক্ষকোটি চিত্ত ,
তিলোত্তমা তুমিই আমার আকাশ , আমার বাতাস ,
তোমার জন্যে মেরুদণ্ড পেলাম আমরা ফিরে
হারিয়ে কেউ যাবো নাকো অমেরুদণ্ডীর ভীড়ে ।
বেহাল রাজা বেহাল রাণী রাম রাজত্ব গড়ছে !
একটুখানি নরম বাতাস ঝড়ের বেগে ছুটছে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *