অনন্ত পথের ধুলো .✒️✒️✒️ শান্তময় গোস্বামী
অনন্ত পথের ধুলো
.
শান্তময় গোস্বামী
.
এক আকাশ প্রসারিত ডানা
ঝাপটাতে ঝাপটাতে একফালি
স্বপ্ন ফেলে রেখে চলে গেলো সে
পায়ে পায়ে জেগে থাকলো অচেনা পথের ডাক…
তার কাছে চরণ ধুলো চাই,
কুড়িয়ে নিই তাঁর চারণ ধুলো…
পৃথিবীকে পাঠ করি রিমঝিম প্রেমমেঘপুঞ্জে।
.
মনের পড়ে জলের কাহিনি…
সমুদ্রের ঢেউ খুলে খুলে দেখি
ডিঙি, জাহাজ-মাস্তুল নাবিকের দীর্ঘ রাত…
বন্দরের অন্দর পেরিয়ে কুড়িয়ে নিই বেশ্যাদের রমন-ধুলো
বুক ভরে শ্বাস নেয় অনন্ত ফকির
একতারা, খমকে জেগে থাকে অদ্বৈত আলাপ,
গানে গানে চুঁইয়ে পড়ে…
দু-পায়ের রাঙাপথ…প্রেম এসে আলো হয় চোখে।
.
যে-পথে জ্যোৎস্নার ডাক…
সেইপথে সোনালিপাখি ওড়ে
তার ঠোঁটে লেগে থাকে নক্ষত্র থেকে
ঠুকরে আনা ধুলো… গতজন্মের হাহাকার
পাঠ করি সেইসব অনন্ত বিস্তার
হে অনন্ত প্রসারণ… ধুলোজন্ম দাও
যদিও সবাই জানে জ্যোৎস্না মানেই
শুধুমাত্র সোনালি পাখির গান…
জীবনের শেষ কথা নয়।