শিরোনামঃ–অমোঘ টানে কলমে –অনীতা প্রামানিক–
শিরোনামঃ–অমোঘ টানে
কলমে –অনীতা প্রামানিক–।
ফেলে আসা স্মৃতি গুলো উঁকি দেয় হৃদয়ের বারান্দায়।
রহস্যময়ীর মুঠো মুঠো ভালবাসায় জেগে ওঠে মৃত কঙ্কাল হয়তো প্রতিশ্রুতিবদ্ধ।
বিধস্ত দালানের চারিদিকে ছড়িয়ে আছে শুধুই বেদনার স্মৃতি,
মুখ থুবড়ে পড়ে থাকা
কড়ি বার্গার কাঠামোটি হাহাকার করে সর্বদায়।
বাঁধানো পুকুর ঘাটে ভাঙাচোরা ক্ষয়ে যাওয়া সিড়ির মাঝে কলসির চিহ্ন আজো অক্ষত রয়ে গেছে,
নির্জন ছায়াপথে একাকী নির্বাসনে কোকিলের করুণ আর্তি,
আটচালা খড়ের ঘরে মাটির কুলুঙ্গিতে কেরোসিনের বাতি জ্বলে।
এখনো ভেসে আসে কানে সন্ধ্যায় দাদুর রামায়ণ ও মহাভারত পাঠের সুর।
জমাটি আসর খানি জমে ওঠে চা মুড়ি সহযোগে।
ভোরের প্রভাতী সঙ্গীতের সুরে জেগে ওঠে পাড়া,
ভোর থেকেই হৈচৈ
মা কাকীমার ব্যস্ততা।
বৃষ্টি স্নাত শিউলি আর প্রস্ফূটিত পদ্মের মাঝে,
আমি ভেঙেপরি এই শরতের ভোরে সীমাহীন আকর্ষণে।
আমার অতীত খেলে বেড়ায় শূন্যতার আধো আলো ছায়া মেখে অমোঘ টানে।
আজ দেবীপক্ষের শুভ সূচনায় নিশি কেটে ভোরে শুভ মহালয়া।