নিয়তির পরিহাস © আল্পনা মিত্র
নিয়তির পরিহাস
© আল্পনা মিত্র
চারিদিকে পোস্টার, পোস্টার আর পোস্টার
আমি নিঃশব্দে পোস্টারগুলো পড়ি আর ভাবি! শানানো ছুরির মতো তুমি আর তোমার প্রশাসন….
মাংসের লালের মতো তোমার সখ্যতা—
সোনালি লোভের কিচেনে বসে লক্ষ্য করছিলে আমায়
নিপুণ নিরিখে…
তুমি ভীরু সাঁতার না জানা রাষ্ট্রের দালাল!
আর আমার ছিলো এটাই নিয়তি…
যে! আমি যেদিন সাঁতরে নদী পার করে তোমার গন্তব্যে পৌঁছালাম!
তুমি বুঝতে পেরে গেলে….
তোমার প্রশাসনিক কিচেনে বাচাল বাবুর্চির সবল নেতৃত্বে সুনিপুণ তত্ত্বাবধানে নানা ধরনের যে মাংস রান্না হয়!
তা আমি টের পেয়ে গেছি।
অমনি তুমি আমার মেধা,মজ্জা, হাড়গোড় ভেঙ্গে সোনালি অপশাসনের কিচেনে …..
বসন্তের প্রথম দিনেই তুমি আমাকে হত্যা করে তোমরা সবাই মিলে পুড়িয়ে খেয়ে, এমন ভাবে মুখ মুছলে!……. যে তোমার পাশের জন পর্যন্ত জানতে পারবে না তুমি রাষ্ট্রের কী কী খেলে?
© আল্পনা মিত্র