শিরোনাম;–গরমিল কলমে;–মল্লিকা চ্যাটার্জী রায়।
শিরোনাম;–গরমিল
কলমে;–মল্লিকা চ্যাটার্জী রায়।
এখন আশ্বিন মাস,
মেঘেদের চোখে দেখতে পাচ্ছি বৃষ্টির অনুরাগ।
মরণ দশা!ছাতার মাথা,গুষ্টির পিন্ডি
না হচ্ছে রোদ, না হচ্ছে ভালো করে বৃষ্টি।
না পারছি আলমারির কাপড় রোদে দিতে
ঘামে চুবুড়ি ভিজেও না পারছি এসির হওয়া নিতে।
হে ভগবান তোমার এ কেমন ধারা বিচার
ছত্রাক পড়ে পড়ে নষ্ট হলো কয়েক বয়াম আচার।
পুজোটাও বৃষ্টিতে হবে বুঝি মাটি,বইছে তেমনই হওয়া
সেজেগুজে রেস্টুরেন্টে হবেনা মনে হচ্ছে আর খাওয়া।
গরমের সময় ঢালাও গরম,শীতের সময়ও দেদার শীত
বর্ষার বেলাতেই কেন সময় পাল্টাও,হিতে হয় সব বিপরীত।
দিতেও তো পারতে শীতে গরম,গরমে খানিক শীত
কারেন্টের বিল কতো কম আসতো, হতো সত্যিকারের হিত।।.