দেবীপক্ষ ✒️✒️ সঙ্গীতা কর
দেবীপক্ষ
সঙ্গীতা কর
আমাদের বয়সের সব মেয়ে গুলোই প্রায় নারী হয়ে উঠেছিলো শুধুমাত্র অলকানন্দা ছাড়া,
সে ছিলো একেবারেই বিশৃঙ্খল
আমরা সবাই নারীত্ব শিখেছিলাম
সুন্দর করে নিজেদের সাজানো
কারো মুখে মুখে তর্ক না করা
যুক্তির বাইরের কথাগুলো মেনে নিতাম অনায়াসে,
অলকানন্দা ঝগড়া করতো গলা উঁচিয়ে
যুক্তি প্রতিষ্ঠায় গলা ছেড়ে হাতে তুলে নিয়েছিলো লাঠি
যখন তখন বাইরে বেরিয়ে পড়া, ছেলেদের মহল্লায় নিজের জায়গা করে নেওয়ায় ব্যস্ত সে,
পাড়ার কাকিমারা মুখ টিপে হাসতো
অলকানন্দা তবুও ব্রা ছাড়াই যেকোনো পোশাক পড়তো
তারপর আমরা সংসারী হলাম, ইচ্ছায় /অনিচ্ছায় ধর্ষিতা হলাম প্রতিদিন
অলকানন্দা কিন্তু কোনো প্রকারেই ধর্ষিতা হলো না,
একদিন তার ছোটো বোনের জিন্সের ভিতরে মাস্টার মশাইয়ের হাত প্রবেশ করতেই
ছুরিতে দেহ থেকে আলাদা এক পুরুষাঙ্গ!
সেজো পিসি পাড়াময় বলে বেড়ালেন ‘সব মেয়েরা অলকানন্দা হয়ে ওঠ’
সন্ধ্যায় প্রত্যেক বাড়িতে বেজে উঠেছিলো
“ত্বয়ৈব ধার্যতে সর্বং ত্বয়ৈতৎ সৃজ্যতে জগৎ
ত্বয়ৈতৎ পাল্যতে দেবী ত্বমৎস্যন্তে চ সর্বদা।”
আসলে অলকানন্দা নারী হতে পারেনি, সে দেবী হয়েছিলো।