বন্ধুত্ব নাকি প্রেম!! ✒️✒️ নীহার কান্তি মন্ডল
বন্ধুত্ব নাকি প্রেম!!
নীহার কান্তি মন্ডল
বন্ধুত্ব ছাড়া প্রেম হয় না,
কিন্তু প্রেম ছাড়াও বন্ধুত্ব হয়।
(বস্তুত বন্ধুত্ব ছাড়া কোনো সম্পর্কেরই
পূর্ণতা আসে না।)
স্বার্থ ছাড়াও নিছক বন্ধুত্ব হয়,
কিন্তু স্বার্থ ছাড়া প্রেম কখনো নয়।
বন্ধুত্বে বিশেষ বাধ্যবাধকতা থাকে না,
থাকে মন প্রাণের তাগিদ।
সেটাই মূল চালিকাশক্তি।
তাগিদ চলে গেলে বন্ধুত্ব হারিয়ে যায়।
কিন্তু প্রেমে যখন মনের তাগিদ কমে যায়
দায়িত্ববোধ এবং বাধ্যবাধকতা এসে
পথ আগলায়, সেই ঘাটতি মেটায়।
গভীর বন্ধুত্ব কখনো কখনো
প্রেমে রূপান্তরিত হয় —
কিন্তু ব্যর্থপ্রেম থেকে বন্ধুত্বে
কখনো না ফেরা যায়।
প্রেমে সাধারণত দৈহিকতা থাকেই।
বন্ধুত্বে দৈহিকতার অনিবার্যতা নেই ঠিকই,
কিন্তু সম্পূর্ণ অসম্ভবও নয়।
প্রেম সাধারণত নিঃশর্ত হয় না।
কিন্তু বন্ধুত্বের সম্পর্কে
কখনও কখনও নিঃশর্ত প্রেমও হয়।
বন্ধুত্বের বন্ধন অদৃশ্য,
যা আপাতদৃষ্টিতে বন্ধনহীন মনে হয়।
প্রেমের বন্ধন গভীরতর।
বন্ধুবিচ্ছেদের যন্ত্রণা —
কষ্টকর হলেও সহনীয়,
কারণ — প্রত্যাশায় লাগাম থাকে।
প্রেমের ব্যর্থতা তুলনামূলকভাবে দুঃসহ
অপ্রাপ্তি ও ব্যর্থতার আবেগে।
প্রেমে মানসিক চাপ বেশি।
বন্ধুত্বে মানসিক চাপ
তুলনামূলকভাবে কম।
বন্ধুত্বপূর্ণ প্রেম বা প্রেমপূর্ণ বন্ধুত্ব
দুটোই খুব ভালো।
(মানসিক চাপের তারতম্য ছাড়া)