বাঁচার লড়াই , ✒️✒️ #মৌসুমি
বাঁচার লড়াই ,
#মৌসুমি
বাঁচবে বলেই তো পড়াশোনা করেছিল
মন দিয়ে, ওই যে ছোটবেলায় সবাই বলে
লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে,
তাই তো রাতের পর রাত জেগে লেখাপড়া করেছিল সে,
মোটা মোটা বই, শক্ত শক্ত প্রশ্নউত্তর
তবু বাঁচার জন্য শক্ত কে সহজ করে
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল,
তার যে সব পরিশ্রম বিফলে গেল, বাঁচার তীব্র আকাঙ্খা মুহূর্তে শেষ হয়ে গেল
পঁঞ্চাশ দিন পেরিয়ে গেল তবু কিছুই হলো না।।
বিচারের দেবী অন্ধ হয়েই রয়েছেন।।
বাঁচবে বলেই তো ভালবেসেছিল সে,
চুলে শখ করে একটা বুনো ফুল গুঁজে ছবিও তুলেছিল
প্রেমে পরেছিল,স্বপ্ন দেখেছিল,
যা আমি আপনি আমরা সবাই দেখি অথবা দেখেছি
ঠিক তেমনি,সেও দেখেছিল,
প্রিয় খাবার, প্রিয় রঙ, প্রিয় বন্ধু, প্রিয় সময়
এই সমস্তটাই তো শুধুমাত্র বাঁচার জন্য ,মাথা উঁচু করে
মানুষের মতো মানুষ হয়ে বাঁচার জন্য,
বৃদ্ধ বাবা মা কে ভালো রাখার জন্য,
তাঁদের বৃদ্ধ বয়সে লাঠি হওয়ার জন্যই তো সে বাঁচতে চেয়েছিল, শুধু এইটুকু দোষ করেছিল।
অবশ্য সে তো বাঁচতে চাই নি, আরও আরও গভীরে যাই
তবে দেখবো সে বাঁচাতেও চেয়েছিল,
অজস্র অজস্র অসহায় মানুষ কে, অসুস্থ মানুষ কে
সে বাঁচাতেও চেয়েছিল,
এটাই তার দোষ ছিল,।
বাঁচতে চাওয়ার থেকে অনেক বড় অপরাধ বাঁচাতে চাওয়া,
তাই তাকে যেতে হলো, কিছু বিষাক্ত পোকা তাকে
বাঁচতে আর বাঁচাতে দিলোনা ।।
এমন বাঁচার তীব্র আকাঙ্খা কে একরাতে পিষে হত্যা করলে
মশাল জ্বলবে না! মশাল জ্বালাবে না।।
এই মশাল তো আমারও তীব্র বাঁচার আকাঙ্খার মশাল।
আমিও তো বাঁচতে চাই, আমিও তো বাঁচাতে চাই।।
ভিক্টোরিয়ার পরীও এপ্রোনে সাজিয়েছে নিজেকে
তারও হয়তো নিজেকে বাঁচানোর তীব্র আকাঙ্খা
সেও বাঁচতে চায়,
নস্টালজিয়া হতে কে আর চায়!
#মৌসুমি