কাল্পনিক চোর লেখক -শাহবাজ
কাল্পনিক চোর
লেখক -শাহবাজ
ছাড়া পেলেন গরু চোর
দাদা দিদির গাঁট জোড়
ছাড়া ধরা ভোটের খেলা
ইডি দেয় না চার্জশিট জমা।
ভোটের আগে ধরছে চোর,
ভোট ফুরালে মারছে দৌড়,
কেউ খেলছে ফুটবল,
কেউ খেলছে গুটি দাবা।
দাদার দেওয়া রেশন নিতে,
ছুটছে দিদির সাইকেল চেপে,
একশ গ্ৰাম কমলে চাল,
চিল্লিয়ে সব সব ধূলিসাৎ,
শিশু শিক্ষা স্বাস্থ্য সব নিপাত যাক।
ভোট আসলেই গো-মাতা,
ভোট ফুরালে যাতামাতা,
পাবলিক সব আস্ত গাধা,
বুঝবে না কেউ আপন ব্যথা।
জনতা চাই পরিবর্তন,
আনবে ডেকে পদ্ম সাপ,
সাঁঝের বেলা দাদা দিদি
এক টেবিলে সাজায় কাপ।
প্রকাশ্যে নেতায় নেতায় দ্বন্দ্ব,
লোক ভুলানো সব মন্ত্র,
জনতা সব রং বেরঙের ভক্ত,
টাকার গন্ধে অন্ধ সাজে,
জাতি বিদ্বেষে সব মত্ত।