জাগরণ ✒️✒️ সমুদ্র নীল

জাগরণ

সমুদ্র নীল
_______________________

মিশছে বিষ নিষেকের মুহূর্ত থেকেই ,
কালবেলা পেরোলেই কি শুরু উত্তরণের অধ্যায়?
জমাট গল্পে অহেতুক কেন খোঁজা বানানের ভুলচুক ,
খুঁজে দেখো উপোসী পেট কত জলপানে নেভায় ভুক ।

ক্রমশঃ বৃহৎ থেকে বৃহত্তর হচ্ছে স্বপ্ন ,
অলীক চাওয়া “চাঁদ কেনো আসে না আমার ঘরে” !!
মুখ ও মুখোশের রাজনীতিতে মূর্খের জবানবন্দি ,
তার চেয়ে ধ্বংস ই শ্রেয়, বড় নির্মম এই ফন্দি।

জানা আছে তো? উত্তরণের পথে বাধা অন্তহীন ।
বরং এইবেলা শুরু করো মেটানো, আছে পার্থিব যত ঋণ।
মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে জিতবে কে? বলা মুশকিল।
নতুন এক অধ্যায় লিখি বরং, সব গল্পের হয় না অন্ত্যমিল।

✍️ সমুদ্র নীল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *