হারিয়ে গেল 150 বছরের ট্রামের ইতিহাস সেই পাস্ট টেন্সে..! –উদয় ভানু চক্রবর্তী

হারিয়ে গেল 150 বছরের ট্রামের ইতিহাস সেই পাস্ট টেন্সে..!
–উদয় ভানু চক্রবর্তী

কলকাতা কোনও ভিয়েনা, লিসবন, প্যারিস বা জুরিখ নয়, যে সেখানে ট্রাম চলতেই হবে। কলকাতা এখন এমন একটা শহর যেখানকার ঐতিহ্য হল ইউনিয়নবাজ অটো আর বেপরোয়া তোবড়ানো টিনের বাস। তাই যাঁরা কলকাতায় আর ট্রাম চলবে না ভেবে দুঃখে চোখ ভাসাচ্ছেন, তাঁরা বাস্তবে ফিরে আসুন। এটা তো আজ বাদে কাল হওয়ারই ছিল। কোনদিন শুনবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল পাঁচতারা হোটেল হয়ে গেছে, ময়দানে বাস টার্মিনাস হচ্ছে, কলেজস্ট্রিটে দোকতাপাতা আর লাড্ডুর কারখানা হচ্ছে। নিজের শহরকে চিনুন। জানুন। এই শহরের মেডিকেল কলেজে ডিউটি করতে করতে একটি মেয়ের নৃশংসতম হত্যা হতে পারে, এই শহরের ঐতিহ্য যা কিছু ছিল সব এখন পাস্ট টেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *